আজ দুপুরে বিরোধী বৈঠক

আজ দুপুর দুটোয় দিল্লিতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীদের বৈঠক। এই বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ধর্মঘটকে কেন্দ্র করে বাম ও কংগ্রেসের অশান্তির অভিযোগে তিনি যাচ্ছে না বৈঠকে। মায়াবতী জানিয়েছেন, রাজস্থানের সরকারকে নিঃশর্তে সমর্থন দিয়েছিল বিএসপি। কিন্তু নৈতিকতা বজায় না রেখে সেই বিধায়কদের দল ভাঙিয়ে কংগ্রেসে নিয়ে নেওয়া হয়েছে। তার প্রতিবাদেই তিনি বৈঠকে থাকছেন না। আর আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে প্রচারে নেমেছেন। ভোটের লড়াই ত্রিমুখী, আপ, কংগ্রেস ও বিজেপি। ফলে ভোটের আগে তিনি বৈঠকে হাজির হলে ভুল বার্তা যাবে। অন্যদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের বৈঠকে থাকার সম্ভাবনা খুবই কম। তবে তাঁর প্রতিনিধিরা থাকবেন। সব মিলিয়ে প্রায় ১২টি দল বৈঠকে থাকবে। দক্ষিণের ডিএমকে থেকে বাম দলগুলি, আরজেডি সহ বিরোধীরা। মূলত সিএএ-এনআরসি ও এনপিআর নিয়ে যৌথ আন্দোলনের কর্মসূচি তৈরি হবে। বিকেল চারটে নাগাদ সাংবাদিক সম্মেলন করা হবে।

Previous articleপ্রবীণ ওই সন্ন্যাসী নিশ্চয়ই আবেগে চালিত হননি ! কণাদ দাশগুপ্তের কলম
Next articleNRC-CAA প্রতিবাদে বিজেপি অফিস ঘেরাওয়ের ডাক শিক্ষক সমাজের