বেলাগাম দিলীপ : বিরোধীরা ক্ষুব্ধ, অনুব্রত পাল্টা গুলি করার পক্ষে!

0
3

দিলীপের লাগামহীন বক্তব্য নিয়ে ক্ষুব্ধ,সরব বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতির লাঠি, গুলি, জেলে পোরার বক্তব্যকে বাম-কংগ্রেস-তৃণমূল এক হাত নিয়েছে। দিলীপের স্টাইলেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, কেন্দ্রের উচিত দিলীপকেই গুলি করে মারা। নইলে মানুষ ওকে মারবে। আর রবিবারই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওর মাথা খারাপ হয়েছে। চিকিৎসার দরকার।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান বললেন, এসব বক্তব্যের জবাব দিতে রুচিতে বাধে। উনি তো আবার সাংসদ। তো ফুলনদেবীও সাংসদ ছিলেন, সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়ও। পার্থক্য নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন। আর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর জবাব, এটা তো একটা ফ্যাসিস্ট স্টাইলের বক্তব্য। দলটা তো এইভাবেই চলতে চায়। দিলীপ খালি প্রকাশ্যে বলেছেন। এভাবেই তো মানুষে মানুষে লাগিয়ে দিতে চাইছে ওরা। এটাই তো ওদের রাজনীতি।

আরও পড়ুন-দিলীপকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেক