Saturday, May 3, 2025

CAA-এ লাগু করেই ৩২ হাজার জনকে চিহ্নিত করেছে যোগী সরকার

Date:

Share post:

অশনি সংকেত !

CAA নিয়ে যাবতীয় বিক্ষোভ, প্রতিবাদ হেলায় উড়িয়ে উত্তর প্রদেশ সরকার ৩২ হাজার মানুষকে ইতিমধ্যেই
চিহ্নিত করে ফেলেছে৷ এই বিশাল সংখ্যক মানুষ নাকি ভারতের নাগরিকত্ব চাইছেন৷ জানা গিয়েছে,
এখনও পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়ছে, তারা উত্তরপ্রদেশের পিলভিটের বাসিন্দা, এই জেলাটি উত্তরাখণ্ড সংলগ্ন এবং নেপাল সীমান্তবর্তী এলাকা।

মাত্র ৩ দিন আগে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনটি লাগু করা হয় এই রাজ্যে৷ আর মাত্র ৭২ ঘন্টাতেই ৩২ হাজার মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এনে, তাদের ভবিষ্যত কার্যত অনিশ্চিত করা হলো বলেই সংশ্লিষ্ট মহলের ধারনা৷

বিতর্কিত CAA নিয়ে দেশজুড়ে প্রতিবাদ, বিক্ষোভের ঝড় উঠেছে যখন, তখনই CAA লাগু করেছে উত্তরপ্রদেশ সরকার । রাজ্যের ২১ জেলায় এখনও পর্যন্ত 32 হাজার মানুষকে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে বলে যোগী সরকার জানিয়েছে। তবে এই চিহ্নিতকরন ঠিক কোন পদ্ধতিতে হয়েছে তা জানানো হয়নি। উত্তরপ্রদেশ সরকারের এক শীর্ষ আমলা জানিয়েছেন “এই প্রক্রিয়া নিয়ে সরকার তাড়াহুড়ো করছে না। সবেমাত্র শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি যখন জারি হয়েছে, তখন প্রশাসনকে এগিয়ে যেতে হবেই”৷ তিনি জানিয়েছেন, “এই সংখ্যা অনেক বাড়বে। রাজ্যের সব জেলাশাসককে সমীক্ষা করতে বলা হয়েছে এবং বলা হয়েছে তালিকায় আরও নাম যোগ করতে”৷ উত্তর প্রদেশ সরকার এই তালিকা কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাচ্ছে।

ওদিকে সূত্রের খবর, উত্তর প্রদেশে বাংলাদেশ এবং তার আগে পূর্ব পাকিস্তান থেকে আসা ৩৭হাজার শরণার্থীর নামও ‘প্রাথমিক সমীক্ষায়’ তালিকাভুক্ত করা হয়েছে এবং তাঁদের নাম রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। সরকারি সূত্রের খবর, প্রাথমিক খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণেই নাকি এরা দেশ ছেড়ে এসেছিলেন৷

প্রসঙ্গত, CAA আইন কেন্দ্র করে দেশে সব থেকে বেশি হিংসা হয়েছে উত্তরপ্রদেশেই৷ পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়। আহত হন ৩০০ জনেরও বেশী৷

spot_img
spot_img

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...