শান্তিপুরে প্রকাশ্যে তৃণমূল কর্মী কুপিয়ে খুন

শান্তিপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন একদল দুষ্কৃতী। ভরদুপুরে নদীয়ার শান্তিপুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শান্তনু মাহাতো নামে ওই তৃণমূল কর্মী ঘটনার সময় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। একদল দুষ্কৃতী প্রথমে বোমা ছোঁড়ে। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। যদিও মৃত্যু নিশ্চিত করতে প্রকাশ্যেই এলোপাথাড়ি কোপাতে থাকে তারা । এরপর বোমাবাজি করতে করতে বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে খুনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় একদল তৃণমূল কর্মী। বিরোধীদের অভিযোগ, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে।
এই বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যয় বলেন, এসবই অপপ্রচার। এভাবে খুনের রাজনীতি করে রাজ্যে অশান্তি বজায় রাখতে পারবে না বিজেপি। আমরা দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।

Previous articleকলকাতার ভোট আগে কেন! কণাদ দাশগুপ্তের কলম
Next articleতৃণমূল ছাত্রদের মঞ্চে তিন উপাচার্য, সক্রিয় উপাচার্য পরিষদ