Thursday, December 25, 2025

প্রার্থী তালিকা প্রকাশ করে কেজরিওয়াল জানালেন, মানুষ AAP-কেই চাইছে

Date:

Share post:

দিল্লি বিধানসভার 70 আসনেই দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷

ফের প্রার্থী করা হয়েছে AAP-এর 46 জন বর্তমান বিধায়ককে। 15 আসনে পুরনো প্রার্থীদের বদল করা হয়েছে। বাকি 9 আসনে টিকিট দেওয়া হয়েছে একদম নতুন মুখকে। 2015 সালে 6 জন মহিলাকে প্রার্থী করেছিল কেজরি-র দল। এবার তা বেড়েছে৷ প্রার্থী করা হয়েছে 9 জন মহিলাকে। নতুন দিল্লি কেন্দ্রেই ফের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

ওপিনিয়ন পোল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, বিপুল গরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ফের ক্ষমতায় ফিরছেন অরবিন্দ কেজরিওয়াল৷
বিজেপি মরিয়া চেষ্টা করেও রাজধানীর মন বুঝতেই পারেনি৷
ফের ক্ষমতায় ফেরার আবহেই নিজের দল ‘আম আদমি পার্টি’র প্রার্থী তালিকা প্রকাশ করেছেন কেজরিওয়াল। একইসঙ্গে ট্যুইটে লিখলেন, “সকলকে অভিনন্দন। অহংকারী হবেন না। আমাদের উপরে মানুষের ভরসা আছে। মানুষ AAP-কেই চাইছেন।”

70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচন হবে 8 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান দিল্লি বিধানসভার। ওপিনিয়ন পোল অনুযায়ী ফের দিল্লির গদিতে ফিরতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ওপিনিয়ন পোল বলছে, কার্যত নিশ্চিহ্নহতে যেতে পারে বিজেপি। C-VOTER-এর সমীক্ষা অনুযায়ী, 70 আসনের দিল্লি বিধানসভায় 59 আসন পেতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি পেতে পারে মেরেকেটে 8টি আসন, আর কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ 3 আসন।
2015-র থেকে প্রাপ্ত ভোটও বাড়তে চলেছে AAP-এর। গতবার AAP পেয়েছিল 54 শতাংশ ভোট। এবার তা বেড়ে হতে পারে 55 শতাংশ। বিজেপির ভোট কমতে পারে অনেকটাই। গতবার 32 শতাংশ ভোট পেলেও এবার তা কমে নেমে আসতে পারে 26 শতাংশে। ভোট কমতে পারে কংগ্রেসেরও। গতবার 9 শতাংশ ভোট পেলেও এবার তারা পেতে পারে 5 শতাংশ৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ধরাশায়ী হওয়ার পর দিল্লির বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে মোদি- শাহরা। তবে এবারও দিল্লি খালি হাতেই ফেরাবে টিম-মোদিকে, ভোট-সমীক্ষা তেমনই বলছে৷

spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...