Monday, May 5, 2025

সারদা-নারদ-রোজভ্যালি তদন্তের মূল অফিসারদের বদলি সিবিআইয়ের, কিন্তু কেন?

Date:

অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক অফিসারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলল সিবিআই। সোমবার ইডির তদন্তকারী অফিসার মনোজ সিংহকে ঘণ্টা চারেক জিজ্ঞাসাবাদও করেন সিবিআই তদন্তকারীরা।এরই পাশাপাশি সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার তিন তদন্তকারী অফিসারকে কলকাতা ইউনিট থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সরিয়ে দেওয়া হয়েছে আরও এক ডিএসপি পদমর্যাদার অফিসারকে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকেই তিনি সারদার তদন্তকারী অফিসার ছিলেন।মাসখানেক আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে সিবিআইয়ের টিম হানা দেওয়ার সময়েও ওই দলের নেতৃত্বে ছিলেন তথাগত বর্ধন।

২০১৯-এর গোড়াতেই রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার হিসেবে সিবিআইয়ের কলকাতা ইউনিটে যোগ দিয়েছিলেন চোজম শেরপা। তাঁকে আপাতত পাঠানো হয়েছে ভুবনেশ্বরে। তাঁর সঙ্গেই কলকাতা থেকে অন্যত্র পাঠানো হয়েছে রোজভ্যালি মামলার অন্যতম তদন্তকারী ডিএসপি ব্রতীন ঘোষালকে।বাদ যাননি নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত সিনহাও। তাঁকে কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে এই বদলির প্রক্রিয়া সম্পন্ন হয়। চলতি বছরের ৩ জানুয়ারি এসপি পদমর্যাদার অফিসার জয়নারায়ণ রানাকে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হয়েছিল।আর এক এসপি শান্তনু কর ছিলেন কলকাতাতেই। তাঁর দায়িত্বও বদল করেছে সিবিআই। এএসপি পদমর্যাদার সঞ্জয় সিনহাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই বদলিকে রুটিন বদলি হিসেবে বলা হলেও, ওয়াকিবহলমহলের ধারণা এই বদলের নেপথ্যে যথেষ্ট কারণ আছে।

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version