Tuesday, November 18, 2025

নির্ভয়ার 3 ধর্ষকের জেলে রোজগার 1.37 লক্ষ, কাজ করেনি মুকেশ

Date:

নির্ভয়া-কাণ্ডে প্রাণদণ্ডে দণ্ডিত মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে৷ তিহাড় জেল সূত্রে এ সব জানা গিয়েছে :

➡ গত 7 বছর জেলে বন্দি আছেন এই 4 জন৷

➡ বন্দি থাকা অবস্থায় বাকি 3জন তাঁদের জন্য নির্দিষ্ট কাজ করলেও, কোনও কাজ করেনি নির্ভয়া কাণ্ডে অন্যতম সাজাপ্রাপ্ত মুকেশ সিং।

➡ এই দীর্ঘ সময়ে বার বার নিয়মও ভেঙেছে এই 4 জন।

➡ বন্দি থাকাকালীন জেলকোড অনুসারে গত 7 বছর জেলের মধ্যে নির্দিষ্ট পরিশ্রম করতে হয়েছে নির্ভয়া-কাণ্ডের এই সাজাপ্রাপ্তদের৷

➡ জেলের মধ্যে নির্দিষ্ট পরিশ্রমের বিনিময়ে অক্ষয়, পবন এবং বিনয়, এই 3 জনের মোট আয় হয়েছে 1 লক্ষ 37 হাজার টাকা৷

➡ অক্ষয়ের একার রোজগার 69 হাজার টাকা৷

➡ পবন রোজগার করেছে 29 হাজার টাকা।

➡ বিনয় রোজগার করেছে 39 হাজার টাকা।

➡ একমাত্র মুকেশ সিং কোনও কাজ করতে একবারের জন্যও রাজি হয়নি।

➡ 2016 সালে ওই 4 জন নতুন করে পড়াশোনা শুরু করে।

➡ মুকেশ, পবন এবং অক্ষয় জেলের স্কুলে ক্লাশ টেন- এ ভর্তি হয়৷ অ্যানুয়াল পরীক্ষাতেও বসে।

➡ কিন্তু একজনও পাশ করতে পারেনি।

➡ 2015 সালে স্নাতকস্তরে ভর্তি হয় বিনয়। কিন্তু সে কোর্স শেষ করতে পারেনি৷

➡ গত 7 বছরে বার বার জেলের বিধিভঙ্গ করেছে এই 4 অপরাধী।

➡ মোট 11 বার জেলের নিয়ম ভেঙেছে বিনয়।

➡ পবন 8 বার নিয়ম ভেঙেছে।

➡ মুকেশ নিয়ম ভেঙেছে 3 বার৷

➡ 1 বার নিয়ম ভেঙেছে অক্ষয়-ও।

➡ নিয়ম ভাঙার অপরাধে তারা শাস্তিও পেয়েছে৷

➡ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে মাত্র 2 বার বাড়ির লোকজনের সঙ্গে দেখা করার অনুমতি আছে 4 জনেরই।

➡ জেলের বিধি সবথেকে বেশিবার লঙ্ঘন করে শাস্তি পাওয়া বিনয়ের সঙ্গে দেখা করতে মঙ্গলবারই তিহাড়ে গিয়েছেন তার বাবা।

➡ দু’দিন আগে মুকেশের সঙ্গে তার মায়ের দেখা হয়েছে।

➡ মৃত্যু পরোয়ানা জারির পর পরিবারের কোনও সদস্যই আর পবনকে দেখতে আসেনি।

➡ নভেম্বরে অক্ষয়ের সঙ্গে জেলে দেখা করে যান স্ত্রী।

➡ পৃথিবীর বৃহত্তম জেল চত্বর তিহারে একাধিক জেল রয়েছে৷

➡ নতুন কোনও আইনি জটিলতা দেখা না দিলে
তিহারের 3 নম্বর জেলে, এই 4 জনের ফাঁসি হওয়ার কথা৷

➡ গত রবিবার তিহারে ফাঁসির চূড়ান্ত মহড়াও
হয়ে গিয়েছে।

➡ ফাঁসির নির্দেশ শেষ পর্যন্ত কার্যকর হলে ভারতে এই প্রথমবার একসঙ্গে 4 জনকে ফাঁসিতে ঝোলানো হবে।

➡4 জনকে ফাঁসিতে ঝোলাতে মেরঠ থেকে পবন জল্লাদকে তলব করা হয়েছে।

➡ আপাতত ঠিক হয়েছে, ফাঁসি পিছু 15 হাজার টাকা পাবেন পবন জল্লাদ। মোট পাবেন 60 হাজার টাকা৷


Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version