CAA বিরোধিতায় এবার বামশাসিত কেরালার দেখানো পথেই হাঁটল কংগ্রেসশাসিত ছত্তিশগড় সরকার। নাগরিকত্ব আইন বাতিলের দাবি নিয়ে তারা দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের। বাইরের রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সর্বোচ্চ আদালতে মামলা করে CAA বিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করল দেশের এই দুই রাজ্য।
