Wednesday, December 3, 2025

“অর্জুনের তিরে ছিল পরমাণু শক্তি, তাই বিশ্ব ভারতকে ভয় করে”, বোঝালেন ধনকড়

Date:

Share post:

“অর্জুনের তিরে পরমাণু অস্ত্র ছিল। মহাভারতের যুগে ইন্টারনেট’ও ছিল। রামায়নে ছিল উড়ন্ত যান।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষের দেখানো রাস্তায় এবার হাঁটলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সাম্প্রতিক অতীতে বিজ্ঞান নিয়ে একাধিক বার এ ধরনের বিচিত্র মন্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতামন্ত্রীদের মুখে। এবার নেতামন্ত্রীদের সঙ্গে একাসনেই বসলেন জগদীপ ধনকড়৷ মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে হাজির ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। সেখানেই তিনি বলেন, মহাভারতের অর্জুনের তিরে পরমাণু অস্ত্র ছিল। শুধু তাই নয়, রামায়নের যুগে ছিল উড়ন্ত যান।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই তিনি ঢুকে পড়েন রামায়ন, মহাভারতের মধ্যে৷ ওই প্রসঙ্গ তুলে ধনকড় বলেন, “রামায়নের সময় উড়ন্ত যান ছিলো। মহাভারতে এমন এক পরিস্থিতি দেখা গিয়েছে, যেখানে বহুদূরে থেকে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ তথ্য ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন সঞ্জয়। এ সব ইন্টারনেট ছাড়া সম্ভবই নয়৷ এছাড়া অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্রের শক্তি। সেই কারনেই গোটা বিশ্ব ভারতকে অগ্রাহ্য করার সাহস দেখায় না, ভয় করে৷”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-ই প্রথম বিজেপি নেতা, যিনি এধরনের ‘বৈজ্ঞানিক’ ব্যাখ্যা দেওয়ার কাজ শুরু করেছিলেন৷ অজস্র ব্যাখ্যা তিনি দিয়েছেন৷
একবার বলেছেন মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, আর একবার বলেছেন, হাঁস নিঃশ্বাস ছাড়লে জলে অক্সিজেন বাড়ে।কিছুদিন আগে বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, “দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। ওই কুঁজে আছে স্বর্ণ নাড়ি। ওখানে যখন সূর্যরশ্মি এসে পড়ে তখন সোনা তৈরি হয় সেখানে৷
এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালিও হয়। এর কারণ, ওই দুধে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকারই হবে না।’ প্রধানমন্ত্রীর ‘মেঘ ও রাডার’ বিশ্লেষণ তো আছেই৷
আর এদিন ধনকড় সাহেব শ্রোতাদের সমৃদ্ধ করলেন রামায়ন, মহাভারতের নতুন ব্যাখ্যা দিয়ে৷

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...