Friday, November 14, 2025

রাজ্যপালের উদ্ভট কথা শুনে বিজ্ঞানিরাও হাসছেন! কটাক্ষ পার্থর

Date:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতিদিন সব বিষয়ে নিয়ে মন্তব্য এবং তা থেকে জন্ম নেওয়া বিতর্ক একেবারেই ভাল নজরে দেখছে না রাজ্য সরকার। এদিন রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বর্তমান রাজ্যপালের যা ভূমিকা, আমরা এই রাজ্যে কোনওদিন তা দেখিনি। এ ধরনের ধংসাত্মক ভূমিকা কোনও রাজ্যপালের ক্ষেত্রে পূর্বে দেখা যাইনি। রাজ্যপাল এই রাজ্যে ‘পিআর’ করতে এসেছেন। এই ধরেনের আচরণ কোনও রাজ্যপাল করেনি। শিক্ষা দফতরকে বাদ দিয়ে, সরকারকে বাদ দিয়ে আচার্য হবেন, সেটা হয় না।”

এরপর শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপাল যেখানেই যান তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। তা সরকারি অনুষ্ঠান হোক বা বেসরকারি। পূর্বে কোন রাজ্যপালকে এমন দেখিনি। এ রাজ্যে আগে গোপালকৃষ্ণ গান্ধি, কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। কিন্তু এ রকম অদ্ভুত আচরণ কেউ করেননি।”

এখানেই শেষ নয়। রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “ওনার সঙ্গে ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সমস্যা নেই। কিন্তু তিনি শিক্ষা দপ্তরকে এড়িয়ে বিরোধী কথাবার্তা বলবেন সেটা হয় না। আমি বিশ্ববিদ্যালয়ের অটোনমিতে কোনও হস্তক্ষপ করব না। উপাচার্যরা কী করবেন তাঁরা সেটা ঠিক করবেন। কিন্তু আইন অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে যা কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা নেব। রাজ্যপালের যা ভূমিকা আছে। আমরা এই রাজ্যে কোনওদিন দেখিনি। এধরনের ধংসাত্মক ভূমিকা আগে কোনও রাজ্যপালের ক্ষেত্রে দেখা যায়নি।”

রাজ্যপালকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “”তিনি এমন সব উদ্ভট কথা বলছেন, যে তাঁর কথা শুনে বিজ্ঞানীরাও হাসছেন। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরোধিতার শিখণ্ডী হতে এসেছেন।”

সবশেষে ধনকড়কে খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমি রাজ্যপালকে বিনীত অনুরোধ করি, আপনি চুপ থাকলেই সম্মানটা বাড়বে। তিনি বাংলা শিখুন। বাংলায় থাকবেন আর আন্তরিকতা থাকবে না সেটা তো হতে পারে না।”

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version