মাইক্রোচিপ জিপিএস সিস্টেম কোনটাই না, রমরমিয়ে তৈরি হয়েছে দু’হাজারের জাল নোট, তথ্য এনসিআরবি-র

জাল নোটে নতুন দু’হাজারের রমরমা। ২০০০ টাকার নোট চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কারণ? জাল নোটের চক্র রুখতে। কিন্তু সে আজ হচ্ছে কোথায়? শুধু তিনি ২০০০ টাকার নোট চালু করেননি তাতে বসানো ছিল মাইক্রোচিপ। এবং জিপিএস সিস্টেম। কিন্তু আজ সেসব কোথায়? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে, ২০১৭-১৮ সালে সারা দেশে যে জাল টাকা উদ্ধার হয়েছে তার ৫৬ শতাংশ নতুন দু’হাজার টাকার নোট।