টাল আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, কয়েক ইঞ্চি পুরু ছাইতে ঢেকেছে ফিলিপিন্স

ফিলিপিন্সের টাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনও থামেনি।তার জেরে বিস্তীর্ণ অঞ্চল এখন ধূসর। রঙিন ছবি তুললেও তা সাদা কালো হিসাবে উঠছে। কারণ রবিবার থেকে লাভার সঙ্গেই গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া আর ছাই। আর সেই ছাইয়ে ঢেকে যাচ্ছে টাল আগ্নেগিরির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার থেকে এখও পর্যন্ত ২১২ বার ভূমিকম্প হয়েছে অগ্নুৎপাতের জেরে। ইতিমধ্যেই টাল আগ্নেয়গিরির আশপাশ থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত উড়ে বেড়াচ্ছে টালের ছাই। আর সেই ছাই কম্বলের মতো ঢেকে ফেলেছে ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশ-সহ বেশ কিছু এলাকা। বাড়ি, গাড়ি এমনকি চাষের জমি, আনারসের ক্ষেত সব ঢেকে গিয়েছে ছাইয়ে।স্বাভাবিক জনজীবন ব্যাহত।কয়েক ইঞ্চি পুরু ছাই জমে গিয়েছে সব জায়গায়। বাগান থেকে আনাজ তুলে এনে পরিষ্কার করতে হচ্ছে।কোথাও দেখা যাচ্ছে, রাস্তায় সারি সারি গাড়ি ধোয়া হচ্ছে ছাই থেকে বাঁচাতে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি ফিলিপিন্সে।

Previous articleবিদায়ের প্রস্তুতি নিচ্ছে শীত, ফের বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে
Next articleমোহনবাগানে বিপ্লব, অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া