অন্তর্ধান দিবসে নেতাজিকে স্মরণ মুখ্যমন্ত্রীর

আজ, ১৬ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ৭৯তম অন্তর্ধান দিবস। সেই কারণেই এই বিশেষ দিনটিকে বিশেষভাবে স্মরণ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ নেতাজির ৭৯তম মহান অন্তর্ধান দিবস। এই দিনেই এলগিন রোডের বাসভবন থেকে ইউরোপ পাড়ি দিয়েছিলেন নেতাজি। অনেক সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিলেন। জয় হিন্দ।”

Previous articleসংবিধান রক্ষার ডাক দিয়ে রাজ্যজুড়ে যৌথ আন্দোলনে বাম ও কংগ্রেস
Next articleবিস্ফোরক দিলীপ : পুলিশের বন্দুক থাকে আইনভঙ্গকারীকে গুলি চালানোর জন্যই!