রানি রাসমণি রোডে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের NRC-CAA বিরোধী ধর্ণা মঞ্চে গিয়ে ফের বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে ফের গর্জে ওঠেন মমতা।

ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, ” আমার গাড়ি যে চালায়, এখনও জানি না তার পদবী কী। আমার সঙ্গে যারা কাজ করে তাদের পদবী কী, জানি না। জানার চেষ্টাও করিনি। কারণ, এটা আমি কাউকে কোনও দিন জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি।”

এখানেই শেষ নয়, পদবী অর্থাৎ ধর্ম ইস্যুতে তৃণমূল নেত্রী আরও বলেন, ” পদবী জানার প্রয়োজন মনে হয়নি কোনও দিন, কারণ আমরা এইভাবে মানুষ হয়নি”।
