এবার এশিয়া কাপের আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত খেলতে রাজি না হওয়ায় সরল এশিয়া কাপ। ফের ধাক্কা পাকিস্তানের। নিরপেক্ষ ভেন্যু দুবাইতে হবে টুর্নামেন্ট। এই নিয়ে পরপর দু’বার। এক বছর অন্তর এশিয়া কাপ হয়। ২০১৮ সালেও দুবাইতে টুর্নামেন্ট হয়। আর পাকিস্তান ২০০৮ সালে একবারই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল। এখনও পর্যন্ত এশিয়া কাপ ভারত জিতেছে ৬বার, শ্রীলঙ্কা ৫বার এবং পাকিস্তান ২বার।
