অবশেষে পুলিশের জালে মুম্বই হামলার চক্রী ‘ডক্টর বম্ব’ জলিস আনসারি

অবশেষে ধরা গিয়েছে ১৯৯৩ সালের মুম্বই হামলার কুখ্যাত চক্রী জলিস আনসারি ওরফে ‘ডক্টর বম্ব’-কে। প্যারোলে ছাড়া পেয়ে নিখোঁজ হয়েছিলেন মুম্বই বিস্ফোরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ‘ডক্টর বম্ব’৷ জলিস নিখোঁজে ঘুম উড়ে যায় পুলিশের৷

শেষপর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে কানপুরের এক মসজিদের সামনে থেকে ধরে ফেলে। পুলিশের বক্তব্য, নেপাল হয়ে দেশ থেকে পালানোর পরিকল্পনা করেছিলো জলিস। তিন সপ্তাহের প্যারলে ছাড়া পেয়েছিলেন এই অপরাধী। পুলিশের নির্দেশ ছিলো, দক্ষিণ মুম্বইয়ের এগরিপাড়া এলাকার এই বাসিন্দাকে রোজ স্থানীয় পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে৷ দিচ্ছিলেনও তাই। শুক্রবার তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। তার আগে বৃহস্পতিবারই গা ঢাকা দেন জলিস। তাঁকে খুঁজতে শুরু করে মুম্বই পুলিশ৷ সতর্ক করা হয় অন্য রাজ্যের পুলিশকেও।
শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা ওপি সিং জানান, ‘‘কানপুরের একটা মসজিদ থেকে বেরিয়ে আসার সময়ে জলিসকে ধরা হয়েছে।
পুলিশের অনুমান নেপাল হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর।
জলিস ছিলেন বোমা বিশেষজ্ঞ। কোন বিস্ফোরক কতটা পরিমাণে ও কী ভাবে মেশালে কতখানি ভয়ানক বিস্ফোরণ হবে, সে সবই তাঁর হাতের খেলা ছিল৷

আরও পড়ুন-তালকোটরায় প্রধানমন্ত্রী কেন পড়ুয়াদের সঙ্গে?

Previous articleভেজাল-মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, কারণ জানেন ?
Next articleপুরসভাগুলির বরাদ্দ অর্থ খরচের সময়সীমা কেন ৩১ মার্চ? ব্যাখ্যা দিলেন মেয়র