Thursday, November 6, 2025

রাজকোটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘প্রতিশোধ’ ভারতের

Date:

ভারত:- ৩৪০/৬ (৫০ ওভার)

অস্ট্রেলিয়া:- ৩০৪/১০ (৪৯.১ ওভার)

রাজকোটে নাটকীয় জয় টিম কোহলির। প্রথম একদিনের ম্যাচে গো-হারা হারের মধুর প্রতিশোধ নিল ভারত। শুরুটা ভালো করেও এদিন ভারতের বোলিং দাপটে আটকে গেল অজিরা। ৩৬ রানে ম্যাচ জিতে সিরিজে ফিরল টিম ইন্ডিয়া।

রাজকোটে দ্বিতীয় একদিনের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। রোহিত আর ধাওয়ান শুরু করেছিলেন যথাযথ ভাবে। কিন্তু রোহিত এদিন হাত খোলার আগেই জাম্পার বলে ফিরে গেলেন। স্কোরবোর্ডে তখন রোহিত ৪২। রাহুলকে সরিয়ে নামলেন অধিনায়ক। গড়ে উঠল মজবুত জুটি। দুর্ভাগ্য ধাওয়ানের ৪রানের জন্য সেঞ্চুরি পেলেন না। মাঝে শ্রেয়সকে নামিয়ে স্কোরের গতিবেগ বাড়ানোর চেষ্টা হলেও এদিন শ্রেয়স পারলেন না। ১৭ বল খেলে রান করলেন মাত্র ৭। রাহুল কোহলি জুটি যখন জমিয়ে বসেছে, ঠিক তখনই মিচেল স্টার্কের হাতে জমা দিয়ে ৭৮(৭৬) রানে ফিরলেন অধিনায়ক। আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে ৬বার কোহলিকে আউট করলেন জাম্পা। বাকিটুকু সবটাই রাহুলের। ৬x৪, ৩x৬ দিয়ে রাহুল করলেন ৫২ বলে ৮২। জাদেজা ২০। নির্ধারিত ৫০ ওভারে ৩৪০ রান তোলে টিম কোহলি।

জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ফেরেন ওয়ার্নার। ওয়ার্নারকে ১৫ রানে শুরুতেই ফেরান মহাম্মদ শামি। ম্যাচের হাল ধরেন ফিঞ্চ এবং প্রাক্তন অধিনায়ক স্মিথ। ফিঞ্চ ৩৩ রানে ফিরে গেলেও দলের হাল ধরে রাখেন স্মিথ। কিন্তু মাত্র ২ রানের পিছনে থেকে ৯৮ রানে আউট হন স্মিথ। কূলদীপ যাদবের বলে আউট হয়ে মাঠ ছাড়েন স্মিথ। এরপর আর সেরকম কেও রান করতে পারেনি। পরপর দুই বলে দুই উইকেট নেন শামি। টার্নার ও কামিন্সকে ফেরান শামি। ৪৪ তম ওভারে এসে ম্যাচ একেবারে ঘুরিয়ে দেন শামি। সঙ্গে সাইনি এবং বুমরার বিষাক্ত বোলিংয়ে বিধ্বস্ত হয়ে পড়ে অজিরা। ৪৬ ওভারের প্রথম বলেই সাইনির বিষাক্ত বলে এলপিডব্লিউ করে ফেরান আগরকে। একই ওভারে ফেরান স্টার্ককেও। তাঁকে দলে নেওয়াটা যে একেবারে ভুল হয়নি তা আরও একবার বুঝিয়ে দিলেন সাইনি। ম্যাচের শেষ উইকেটটি নেন বুমরা। তিনটি উইকেট নেন শামি, দুটি করে উইকেট নেন সাইনি, জাদেজা এবং যাদব।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version