নতুন বছরের নয়া স্যাটেলাইট, জেনে নিন কী কী কাজ করবে

২০২০-র প্রথম স্যাটেলাইট উৎক্ষেপন ভারতের, এবং সফল। জিস্যাট-৩০। শুক্রবার ভোরে ইউরোপিয়ান স্পেস এজেন্সির রকেট আরিয়ান-৫-এ পাঠানো হয়েছে এই স্যাটেলাইট। উৎক্ষেপনের ৩৮ মিনিট পর কক্ষপথে স্থাপিত হয় ৩,৩৫৭ কেজির এই স্যাটেলাইট। মূলত ভারতের দ্বীপাঞ্চলগুলির উপর নজর বাড়াতেই এই স্যাটেলাইট কাজ করবে। এছাড়া গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোও হবে কাজ। ডিটিএইচ সার্ভিস আর ডিজিটাল নিউজ পরিষেবাও পাওয়া যাবে এর মাধ্যমে।

১৫ বছর আয়ু এই স্যাটেলাইটটির উৎক্ষেপন হয় ফ্রান্সের গিয়ানা স্পেস সেন্টার থেকে। ভারত ও ফ্রান্স মহাকাশ গবেষণায় বহুদিন ধরেই চুক্তিবদ্ধ। এর আগে এখান থেকে জিস্যাট-৩১ উৎক্ষেপন করা হয়েছিল।

এই মাস থেকেই ভারতের প্রথম মানব মহাকাশযান গগনযানের জন্য প্রশিক্ষণ শুরু হবে। চারজন রাশিয়াতে নেবেন প্রশিক্ষণ।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমোহনবাগানের সঙ্গে চুক্তি করে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?