দেশদ্রোহিতার মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় গ্রেফতার হলেন গুজরাতের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। তাঁকে আমেদাবাদের বিরাম গ্রাম থেকে গ্রেফতার করা হয় এদিন সন্ধ্যায়। ২০১৫ সালে হার্দিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়। এরপর তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এদিন শুনানিতে উপস্থিত না হওয়ায় গুজরাতের এই পাতিদার নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করে গ্রেফতার করা হয়।
