Saturday, August 23, 2025

CAA ইস্যুতে সোনিয়ার ডাকা বৈঠকে যায়নি মমতার প্রতিনিধি, উত্তরে চিদম্বরম কী বললেন?

Date:

CAA নিয়ে অবিজেপি দলগুলোকে নিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। এব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদম্বরমের বক্তব্য, “আমার কাজ নিমন্ত্রণ করা। কিন্তু আমার বাড়িতে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বৈঠকে যোগ দেওয়া মানেই কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া নয়। একসঙ্গে নাকি আলাদা লড়ছি, সেটা বড় বিষয় নয়। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে এনআরসি, এনপিআর নিয়ে একজোট হয়ে লড়াই করতে হবে।”

তবে চিদম্বরম আশাবাদী, পরের বৈঠকে সব বিরোধী দলগুলি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও আমন্ত্রণ জানানো হবে। তাঁর কথায়, “আমি চাই সব বিরোধী দল এর গুরুত্ব বুঝে একজোট হোক।” একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, অসম অ্যাকর্ড মেনে হওয়া অসমের সমস্যা। সারা দেশের সিএএ আন্দোলনের থেকে এটা পৃথক বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশজোড়া ছাত্র আন্দোলন নিয়ে চিদম্বরম বলেছেন, ” দেশের ছাত্রছাত্রীরা সাংবিধানিক একতার জন্য লড়ছে। এই বিক্ষোভ ভাষা, অঞ্চল, রাজ্যের ঊর্ধ্বে চলে গিয়েছে।” এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এনপিআর–এর মোড়কে কেন্দ্র এনআরসি বাস্তবায়ন করতে চাইছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, CAA নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ইস্যুতে মোদিকে চ্যালেঞ্জ করে চিদম্বরম বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনে পাঁচ জন সমালোচককে নিজেই খুঁজে নিয়ে তাঁদের সঙ্গে বিতর্ক–আলোচনা করুন, সেটা টেলিকাস্ট হোক।

আরও পড়ুন-NRC-CAA বিরোধী আন্দোলনকে জোরদার করতে প্রদেশ কংগ্রেসের কর্মশালায় শিক্ষকের ভূমিকায় চিদম্বরম

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version