রাজকোটে রোহিতের রেকর্ড, টপকালেন মাস্টার ব্লাস্টার ও সৌরভকে

দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত শর্মা। পেয়েছেন আইসিসির একদিনের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব। শুক্রবার রাজকোটে ফের এক নতুন মাইলস্টোন জুড়ল হিটম্যানের কেরিয়ারে। ওপেনার হিসেবে দ্রুততম সাত হাজার রান করলেন রোহিত। ভাঙলেন শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।

এদিন রাজকোটে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন রোহিত। আর তার সঙ্গেই বিশ্ব ক্রিকেটে দ্রুততম ৭০০০ রান হল এই মুম্বইকরের। মাত্র ১৩৭ ইনিংসে ৭০০০ রান হল রোহিতের। তাঁর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার। তিনি ১৪৭ ইনিংসে ৭০০০ রান করেছিলেন। ভারতের হয়ে এই রেকর্ড এর আগে ছিল শচীন তেণ্ডুলকরের। তিনি ১৬০ ইনিংসে এই রান করেন। সৌরভ করেন ১৬৮ ইনিংসে।

Previous articleফের বিতর্কিত দিলীপ : যাদের বাবা-মায়ের ঠিক নেই চিন্তা তাদের!
Next articleব্রেকফাস্ট নিউজ