ফের বিতর্কিত দিলীপ : যাদের বাবা-মায়ের ঠিক নেই চিন্তা তাদের!

এবার আরও স্পষ্ট এবং বিতর্কিত ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের। হাওড়ায় নাগরিক আইনের সমর্থনে সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, কে কোন সালে এ দেশে এসেছেন ফর্মে লিখবেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এ দেশে এসেছেন, তারা নাগরিকত্ব পাবেন। আমাদের বাবা-মায়ের ঠিক আছে। তাই আমাদের এসব নিয়ে কোনও ভয় নেই। যাদের ঠিক নেই, তারাই ভয় পাচ্ছে। আর সে নিয়ে শুরু হয়ে গিয়েছে ফের বিতর্ক।

দিলীপ শুক্রবার আরও বলেন, প্রত্যেককে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্ব না নিয়ে পাসপোর্ট করতে গেলে দেখতে পাবেন, তাঁর আবেদন গৃহীত হচ্ছে না। দিলীপের কটাক্ষ, আপনারা নেত্রীকে বিশ্বাস করলে কিন্তু বোকা বনে যাবেন।

Previous articleহঠাৎ পার্ক সার্কাস ময়দানে চিদাম্বরম, সঙ্গে প্রদেশ সভাপতির পুত্র! তারপর?
Next articleরাজকোটে রোহিতের রেকর্ড, টপকালেন মাস্টার ব্লাস্টার ও সৌরভকে