দিল্লির বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন স্ত্রী-ছেলে-মেয়ে

ভোট বড় বালাই। কিসসা কুর্সিকা যে কী জ্বালা তা অরবিন্দ কেজরিওয়াল হাড়ে হাড়ে বুঝেছেন। তাই দিল্লির ভোটে নামিয়ে দিয়েছেন স্ত্রী, ছেলে-মেয়েকে। কারণ, কেজরিওয়াল বলছেন, অন্য প্রার্থীদের জন্য প্রচার করতে হবে। তাই নিজের কেন্দ্রে সময় পাওয়া দুষ্কর।

নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী। ২০১৩ সালে তিনি প্রথমবার ভোটে লড়ে হারান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে। ভোটের ব্যবধান ছিল ২৬হাজারের বেশি। ২০১৬ সালে ফের ভোট। এবার বিজেপির নূপুর শর্মাকে হারালেন ৩২হাজারের কিছু বেশি ভোটে। কেজরিওয়ালের স্ত্রী সুনীতা ছিলেন আইআরএস পদাধিকারী। কিন্তু কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ভিআরএস নিয়ে চাকরি ছাড়েন। তাঁর ছেলে পুলকিত ও মেয়ে হর্ষিতা দু’জনেই আইআইটিতে পড়াশোনা করেন। উল্লেখ্য, কেজরিওয়ালও ছিলেন খড়গপুর আইআইটির ছাত্র। দিল্লির বাড়ি বাড়ি গিয়ে গান্ধী টুপি পড়ে মা-মেয়ে-ছেলে অরবিন্দের নামে ভোট চাইছেন। বলছেন আপের সাফল্য। ভিড়ও হচ্ছে যথেষ্ট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবারও কেজরিওয়াল কম করে ২৫হাজারের বেশি ভোটে জিতবেন।