দিল্লিবাসীর জন্য কেজরিওয়ালারের দশ দফা গ্যারান্টি কার্ড

দিল্লি বিধানসভা ভোটের আগে ‘কল্পতরু’ কেজরিওয়াল। ভোট টানতে আম আদমি পার্টির হরেক প্রতিশ্রুতি। দলের ইস্তাহার বা ম্যানিফেস্টো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে পরে। তার আগে দশ দফা গ্যারান্টি কার্ড সামনে আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের প্রতিশ্রুতির তালিকায় ফ্রি-সার্ভিসের ছড়াছড়ি। যেমন ফের ক্ষমতায় এলে ফ্রি বিদ্যুৎ, ২৪ ঘণ্টা কলে পানীয় জল, ছাত্রছাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস, নারীসুরক্ষার জন্য মহল্লা মার্শাল নিয়োগ, প্রতি শিশুর জন্য বিশ্বমানের শিক্ষা, দূষণমুক্ত পরিবেশ, দূষণহীন যমুনা, বস্তিবাসীদের আবাসন, ফ্রি স্বাস্থ্য ক্লিনিক, ২ কোটি বৃক্ষরোপণ করে বায়ুদূষণ ৩০০ শতাংশ কমানোর গ্যারান্টি।