মোহনবাগান : ২, ইস্টবেঙ্গল : ১

এক নজরে ডার্বি :

মোহনবাগান : ২
(বেইতিয়া, পাপা)

ইস্টবেঙ্গল : ১
(মার্কোস)

প্রায় একক প্রাধান্য। ইস্টবেঙ্গলের কিছুটা উদ্দেশ্যহীন ফুটবল। অতিরিক্ত ৫মিনিট সময়ের খেলা। তবু নতুন দশক ও বছরের ডার্বি জেতা হলো না ইস্টবেঙ্গলের। জিতে সেই আই লিগের শীর্ষে বাগান।

মোহনবাগান ১নম্বরে, ইস্টবেঙ্গল ৫নম্বরে। নতুন দশকের প্রথম ডার্বি। গোকুলামের কাছে হার দিয়ে ইস্টবেঙ্গল ব্যাক সিটে। আর ভিকুনারের দল প্রথমে পয়েন্ট খুইয়েও এখন এক নম্বরে। এই অবস্থায় ডার্বি শুরু।

ম্যাচের শুরু থেকেই মোহনবাগান চাপ তৈরি করে।১৮ মিনিটে নাওরেমের সেন্টার থেকে হেডে বেইতিয়ার গোল।

প্রথমার্ধের অর্ধেক সময় পর্যন্ত বাগানের দাপট। ৩৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া কাসিম আইদিয়ার। ৪৪মিনিটে পাপা প্রায় গোল করে ফেলেন। শেষ মুহূর্তে রালতে শরীর ছুড়ে বাঁচান।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইস্টবেঙ্গলের। ৬৩ মিনিটে বেইতিয়ার কর্নার থেকে ফের ব্যবধান বাড়ালেন মোহনবাগানের পাপা। কিন্তু ৯মিনিটের মাথায় গোল শোধ করেন মার্কোস। এডমুন্ডের পাস থেকে গোল করেন স্পেনীয় তারকা।

ইস্টবেঙ্গল— রালতে, অভিষেক, মেহতাব, ক্রেস্পি, কমলপ্রীত, ডিকা কাসিম, পিন্টু, হুয়ান মেরা, মার্কোস, কোলাডো

মোহনবাগান— শঙ্কর, আশুতোষ, মোরান্তে, সাইরাস, ধনচন্দ্র, শাহিল, ফ্রান বেইতিয়া, নাওরেম, পাপা, সুহের