আজ নতুন দশকের প্রথম ডার্বি

আজ, ১৯ জানুয়ারি। নতুন দশকে বাংলার বুকে প্রথম ডার্বি। মোহনবাগান vs ইস্টবেঙ্গল। স্থান : যুবভারতী ক্রীড়াঙ্গন। সময় : বিকেল ৫টা।

মোহনবাগান
——————
নতুন বছরের শুরুতেই পাল তুলেছে নৌকো। ডানা মেলে উড়ছে কিবুর দল। টেবিল টপার ফ্রান গঞ্জালেস-বেইটিয়াদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু দিনদু’য়েক আগে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সঙ্গে আগামী মরশুম থেকে গাঁটছড়া বাঁধার ঘোষণা ফোকাস নড়িয়ে দেবে না তো মহারণের আগে?

৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে। গত বছর জোড়া ডার্বিতে হারের বদলা নিতে পারে কিনা বাগান সেটাই লাখ টাকার প্রশ্ন।

বাগানের প্লাস-মাইনাস
…………………………….

লিগ টেবিলে শীর্ষে থাকা যেমন মানসিকভাবে এগিয়ে থাকা, ঠিক তেমনি সদ্য আরপিজি গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিশ্চিতভাবে দল থেকে কর্মকর্তাদের একটা দোদুল্যমানতায় রাখবে। ভবিষ্যৎ চিন্তায় কিবুর দলের অনেকের ফোকাস নড়ে যেতে পারে। যদিও কিবু বলছেন, ডার্বিতে কেউ এগিয়ে নামে না।

খেলোয়াড়রা কে কোথায়
————————————

ফ্রান্স গঞ্জালেস আর ড্যানিয়েল সাইরাস গোলের মধ্যে রয়েছেন। সুপার সাব শুভ ঘোষ এখন দলের লাকি চ্যাপ। রবিবার শুরুতেই দেখা যেতে পারে।

ইস্টবেঙ্গল
—————
রবিবাসরীয় মেগা ডার্বির আগে চাপের বাষ্প ঘনীভূত হচ্ছে ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে। টানা দু ম্যাচে হার, চোট-আঘাত, বোরহার না থাকা, ক্লাব-ইনভেস্টর দূরত্ব। নতুন বছরের শুরুতে কেমন যেন অগোছাল ইস্টবেঙ্গল।

ডার্বির আগে দলের মনোবল তলানিতে থাকলেও তা স্বীকার করতে নারাজ ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। মার্কোস, ক্রেস্পিদের পারফরম্যান্স গ্রাফ একেবারে নীচে। ডিকাদের নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেও মোহনবাগানের আক্রমণকেই সমীহ করছেন আলেসান্দ্রো।

নজরে

আক্রমণ প্রতিহত করত ডিফেন্সিভ খেলা। আলেকজান্দ্রা চাইছেন সেট পিস মুভমেন্ট।

মোহনবাগানের সম্ভাব্য একাদশ: শঙ্কর রায় (গোলরক্ষক), আশুতোষ মেহতা, ড্যানিয়েল সাইরাস, ফ্রান মোরান্তে, ধনচন্দ্র সিং, শেখ সাহিল, ফ্রান গঞ্জালেস, শুভ ঘোষ, জোসেবা বেইতিয়া, ভিপি সুহের, বাবা দিওয়ারা।

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: লালথুয়ামাওয়াইয়া রালতে, কমলপ্রীত সিং, মার্তি ক্রেসপি, আশির আখতার, অভিষেক আম্বেকর, লালরিনডিকা রালতে, কাশিম আইদারা, জুয়ান মেরা গঞ্জালেস, পিন্টু মাহাতো, হাইমে কোলাডো, এসপাদা মার্টিন।

Previous articleসুযোগ পেলে বিশ্বকাপের পর মাধ্যমিক দিতে চায় রিচা
Next articleপুরভোটে আদৌ লড়বেন ববি? মেয়র এবার অতীন?