সুযোগ পেলে বিশ্বকাপের পর মাধ্যমিক দিতে চায় রিচা

সোনালী স্বপ্নকে সত্যি করে প্রথম সুযোগেই বিশ্বকাপে খেলতে চলেছে বঙ্গ ক্রিকেটার রিচা ঘোষ। তবে সিডনিতে প্রথম ম্যাচে নামার আগে বঙ্গ ক্রিকেটার রিচা ঘোষের চিন্তা মাধ্যমিক পরীক্ষা। ১৮ই ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা আর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। তাহলে কি এবছর রিচার মাধ্যমিক দেওয়া হবে না, এখন সেটাই ভাবছে রিচা সহ তার পরিবার।

ষোলো বছরের রিচা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। শিলিগুড়ির সিস্টার নিবেদিতা মারগারেট হাইস্কুল থেকে তাঁর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় মাধ্যমিক দেওয়া হচ্ছে না । সরকারের কাছে বঙ্গক্রিকেটারের আবেদন বিশ্বকাপের পর তাঁকে পরীক্ষার সুযোগ দেওয়ার। রিচার জন্য সরকারের কাছে অনুরোধ ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীরও।

রিচার এই আবেদনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়াতে জানান, “রিচার তরফে আমাদের কাছে কোনও আবেদন আসেনি। তবে চলতি বছরে পরীক্ষায় দিতে না পারলে আগামী বছর পরীক্ষা দিতে চান রিচা। আপাতত দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে সচিন ভক্ত বঙ্গ অলরাউন্ডার।

Previous articleসূর্য উঠলে টুইট, সূর্য ডুবলে টুইট! রাজ্যপালকে কটাক্ষ পার্থর
Next articleআজ নতুন দশকের প্রথম ডার্বি