বেঙ্গালুরুতে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২৮৭ রান

বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারক ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান তুলল টিম অস্ট্রেলিয়া। ভারতের বোলিং দাপটে তিনশ-র গন্ডি পেরোতে পারল না অজিরা। নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান তোলে ফিঞ্চবাহিনী।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেন ফিঞ্চ। শুরুতেই ওয়ার্নারকে ফেরান শামি। মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন তিনি। অধিনায়ক ফিঞ্চ বাজেভাবে রান আউট হয়ে ফেরেন মাত্র ১৯ রানে। এরপর দলের হাল ধরেন স্টিভ স্মিথ। রাজকোটে ফিরেছিলেন সেঞ্চুরির দোরগোড়া থেকে। মাত্র দুই রানের জন্য পৌঁছতে পারেননি তিন অঙ্কে। সেই আক্ষেপ বেঙ্গালুরুতে মিটিয়ে নিলেন স্টিভ স্মিথ। যা এল ১১৭ বলে, ১১টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত ১৩১ রানে থামলেন তিনি। মহম্মদ শামির বলে ডিপ মিডউইকেটে স্মিথের ক্যাচ দুরন্ত ভাবে ধরলেন শ্রেয়াস আইয়ার। তাঁর ১৩২ বলের ইনিংসে রয়েছে ১৪টি চার ও একটি ছয়। লাবুসানেও যোগ্য সঙ্গ দেন। তিনি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ ছাড়েন। এরপর আর কোনো প্লেয়ারই ভারতের বোলিং এটাকের জবাব দিতে পারেনি। এদিন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে একেবারে বেলাইন করে দেন মহম্মদ শামি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নেন শামি। জাদেজা নেন দুই উইকেট। একটি করে উইকেট পান সাইনি ও কূলদীপ।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

Previous articleনির্ভয়াকাণ্ড: কী কারণে শুধু বক্সার জেলেই তৈরি হয় ফাঁসির দড়ি?
Next articleদিল্লির বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন স্ত্রী-ছেলে-মেয়ে