Wednesday, December 17, 2025

কলকাতা পুরসভায় ভোট হতে পারে ৫ এপ্রিল, রবিবার

Date:

Share post:

এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পুরসভার ভোট। নির্ভরযোগ্য সূত্রের খবর, কলকাতা পুরসভায় ভোট হবে ৫ এপ্রিল, রবিবার। পরের দিন সোমবার, মহাবীর জয়ন্তী। ফলে সেদিনও ছুটি। কোনও কারনে কোনও বুথে পুনর্নিবাচন প্রয়োজন হলে তা সোমবারের ছুটির দিনেই হতে পারবে৷। ভোটের ফল ঘোষণা হতে পারে ১০ এপ্রিল,শুক্রবার৷ ওইদিন গুড ফ্রাই ডে-র ছুটি। অন্য কোনও অনিবার্য সমস্যা দেখা না দিলে আগামী ৫ এপ্রিল-ই হবে কলকাতা পুরসভার নির্বাচন৷ ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেই কলকাতা পুরভোটের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে তৈরি রাজ্য নির্বাচন কমিশন।

এদিকে তৃণমূল শীর্ষস্তর সূত্রের খবর, একসঙ্গে কলকাতা-সহ ১১১ পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে না৷
কলকাতার ভোট এপ্রিলের প্রথম সপ্তাহে৷ এই পুরসভা যে দখলেই থাকছে, সে বিষয়ে নিশ্চিত তৃণমূল৷ কলকাতার ফলাফলকে সামনে রেখেই দক্ষিণবঙ্গে পুরসভায় ভোট হবে মে মাসের মধ্যে। আর এই সব পুরসভার ফলাফলের উপরই নির্ভর করছে
উত্তরবঙ্গের পুরভোটের দিনক্ষণ৷
কলকাতার ভোট প্রথমেই সেরে ফেলার সিদ্ধান্তে তৃণমূলের ঝুঁকিও আছে কিছুটা৷ কোনওভাবে ফল যদি আশানুরূপ না হয়, তাহলে বাকি সব ক’টি পুরসভার ভোটে তার প্রভাব পড়বেই৷ তবে ভোট-কৌশলি প্রশান্ত কিশোরের ব্যাখ্য, লোকসভা ভোটে রাজ্যের ৭৫ শতাংশ পুরএলাকায় বিজেপির কাছে পিছিয়ে ছিলো তৃণমূল। কিন্তু তথ্য বলছে, ভোটপ্রাপ্তির নিরিখে কলকাতায় বিজেপির তুলনায় অনেকটাই এগিয়ে তৃণমূল৷ পাশাপাশি পিকে-র বক্তব্য, কলকাতার ৪০টি ওয়ার্ডে তৃণমূলের জেতা-হারা নির্ভর করছে সংখ্যালঘু ভোটের উপর৷ ইতিমধ্যেই বোঝা গিয়েছে, CAA এবং NRC ইস্যুতে সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূলের পাশে৷
রাজ্যের শাসক দলও নিশ্চিত, সংখ্যালঘু ভোট তৃণমূলের বাক্সেই যাবে৷

এছাড়াও প্রশান্ত কিশোরের ব্যাখ্য, কলকাতার তৃণমূল কাউন্সিলরদের অনেকেই বড় নেতা, প্রভাবশালী৷
নিজেদের ওয়ার্ডে বেশ জনপ্রিয়৷ মোড়া ঘোরানোর ক্ষমতাও রাখেন৷ সেই ক্ষমতা দেখিয়েই লোকসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিয়েছেন৷ তাই কলকাতাতেই হবে প্রথম পুরভোট, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই৷

আরও পড়ুন-কাঁকুড়গাছির বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...