Thursday, December 18, 2025

সৌমিত্র বলেছিলেন ‘কুকুর’, সায়ন্তন ‘বাঁদর’ বললেন বুদ্ধিজীবীদের’!

Date:

Share post:

একে দিলীপে রক্ষা নেই, এবার বেলাগাম সৌমিত্র, সায়ন্তন, সুভাষ। বুদ্ধিজীবীদের কদর্য ভাষায় আক্রমণ করে বিজেপির তরুণ নেতা সায়ন্তন বসু সোমবার বললেন, বিশিষ্টজনদের ‘কুকুর’ কথায় আপত্তি থাকলে তাঁদের ‘বাঁদর’ বলুন!

ঘটনার সূত্রপাত সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে রাজ্য জুড়ে বিরোধী ও বিশিষ্টজনদের আন্দোলন নিয়ে। সে নিয়ে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রবিবার বসিরহাটে বলেন, বুদ্ধিজীবী বলে যারা রাস্তায় নামছেন, আসলে তারা শয়তান। শিক্ষকরাই আসলে বুদ্ধিজীবী। এখানেই না থেমে সৌমিত্র বলেন, রাজ্য সরকারের কাছ থেকে এই সব বুদ্ধিজীবীরা নিয়মিত টাকা পায়। যারা পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে চুপ থাকে, তারা আসলে তৃণমূলের কুকুর। এই মন্তব্যের পর শিক্ষিত মহলে নিন্দা শুরু হয়। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সায়ন্তন সৌমিত্রর পাশে দাঁড়িয়ে বললেন, বিশিষ্টদের যদি ‘কুকুর’ শব্দে আপত্তি থাকে তাহলে ‘বাঁদর’ বলতেই পারেন। ওদের আনা হতো পাঁচশো টাকা দিয়ে। এখন টাকা দেওয়া হচ্ছে না তাই আসছে না, ভিড়ও হচ্ছে না। আর সায়ন্তনকে সমর্থন করে দলের বাঁকুড়ার সাংসদ তথা চিকিৎসক সুভাষ সরকারের কুকথায় রাজনৈতিক মহল যার পর নাই বিস্মিত। তিনি বলেন, যাদের বুদ্ধিজীবী বলা হচ্ছে, আসলে তারা ধান্ধাজীবী।

বেলাগাম বক্তব্যে বিরোধীরা বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আসলে এর মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলের সংস্কৃতি বোঝা যায়। বাংলার রাজনীতিকে এরা নর্দমায় নামিয়ে আনছে। তৃণমূল নেতা তাপস রায় বলেন, বাংলার মানুষ সব দেখছেন, শুনছেন। তাঁরা জানেন কীভাবে জবাব দিতে হয়। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সাফ কথা, এটা কিসের প্রতিযোগিতা হচ্ছে? এ আমরা কোথায় যাচ্ছি! রাজনীতি না কাদা ছোড়াছুড়ি!

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...