মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিলের উদ্যোগ সরকারের

মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করার জন্য উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ আনুযায়ী, ১৫ বছরের বেশি বয়সের স্কুল বাস বাতিল করার বিষয়ে বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছে পরিবহন দফতর। ফেব্রুয়ারি মাসের প্রথমেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দেড়শোটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। উপস্থিত থাকবেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরাও।

১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক পরিবহন বাতিলের নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। কিন্তু বেসরকারি স্কুলগুলি মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস ব্যবহার করছে বলে অভিযোগ। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই বাস বাতিল করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।

Previous article‘পরীক্ষা পে চর্চা’- মোদির বক্তব্যে ২০০১-এর ইডেন টেস্ট প্রসঙ্গ
Next articleশহিদ মিনারে কলকাতা সিপিএমের চোখে পড়ার মতো সভা