Saturday, August 23, 2025

বিজেপির নতুন সভাপতি জেপি নাড্ডাকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এত বছর ধরে আদর্শ ও মূল্যবোধের পরম্পরা নিয়ে রাজনীতি করছে বিজেপি। নতুন প্রজন্ম এসে দায়িত্ব নিচ্ছেন, পুরনো প্রজন্ম দায়িত্ব সমর্পণ করে দলকে নিজেদের অভিজ্ঞতায় সমৃদ্ধ করছেন। আমরা বিজেপির এই পরম্পরার জন্য গর্বিত। সরকার ও দলের পৃথক মর্যাদা রক্ষা করা দরকার, আমরা সেটাই করি। এত কম সময়ে দলের বিস্তার, বিকাশ ও সময়োপযোগী পরিবর্তন করেছি আমরা। গণতান্ত্রিক ভাবাদর্শই এই দলের আধার। দলের যে বিস্তারের কাজ যেভাবে অমিত শাহ করেছেন তা স্মরণে রাখবে দল। নাড্ডাজিকে আমি দেখেছি ওঁর মধ্যে যে কোনও কাজ ভাল থেকে আরও ভাল করার এক অসাধরণ সঙ্কল্প। সিদ্ধান্ত রূপায়ণে দৃঢ়প্রতিজ্ঞা। আদর্শের প্রতি গভীর নিষ্ঠা। শুধু দলকে আরও বিস্তারের কাজই নয়, কোটি কোটি কর্মীকে যোগ্য তৈরি করার দায়িত্ব এখন থেকে ওঁর উপর।

মোদি বলেন, দেশে এখন মিথ্যার প্রতিযোগিতা চলছে। বারবার মিথ্যা প্রচার আর ভুল বুঝিয়ে মিথ্যাকেই সত্য প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ঘরে ঘরে পৌঁছে আমাদের প্রচার করতে হবে। নেতা-কর্মীদের প্রতি মোদির আবেদন, আসুন সবাই নাড্ডাজির হাত শক্ত করুন, ওঁকে সর্বতোভাবে সমর্থন করুন।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version