NRC-CAA বিরোধিতায় এবার পথে নামলেন হাইকোর্টের আইনজীবীরা

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধীতা করে এবার প্রতিবাদ মিছিল করল কলকাতা হাইকোর্টের আইনজীবী একাংশ। সোমবার হাইকোর্ট-এর মেন গেট থেকে মিছিল শুরু হয়ে সিটি সিভিল কোর্ট-এর মেন গেটে গিয়ে তা শেষ হয়।

এদিন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ভারতের প্রত‍্যেকে নাগরিকত্ব দিতে হবে।ভোটার লিষ্ট যদি নাগরিক পরিচয় না হয়, তাহলে প্রধানমন্ত্রী কার ভোটে নির্বাচিত হলেন?

এছাড়াও তিনি বলেন, “বিজেপি অপ্রচার করে উগ্র হিন্দুত্ববাদকে মানুষের উপর জোর করে চাপানোর চেষ্টা করছে।”

Previous articleদেরির নাটক, পবনের আর্জি খারিজ করে বলল সুপ্রিম কোর্ট।
Next articleচরমে উঠেছে অন্ধ্রের রাজধানী বিতর্ক