Thursday, August 21, 2025

নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবনের নাবালক তত্ব খারিজ সুপ্রিম কোর্টে

Date:

দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদন এবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি আর বানুমাথির নেতৃত্বে এবং বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এএস বোপান্নার সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে সোমবার নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি পবন গুপ্তার দায়ের করা আবেদনের শুনানি হয়।

ধর্ষণকাণ্ড ও তারপর গ্রেফতারের সময় সে নাবালক ছিল, এই আর্জি নিয়ে সাজা লাঘব করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পবন। তার হয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন পবনের আইনজীবী। নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামি জানায়, মামলা চলাকালীন তার নাবালক হওয়ার বিষয়টি উপেক্ষা করেছে দিল্লি আদালত। যা আইনের পরিপন্থী।সোমবার তার সেই আবেদনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আজ সেখানেও সেই তত্ব খারিজ হয়ে গেল।

উল্লেখ্য, স্কুলের রেকর্ড অনুসারে পবন গুপ্তার জন্ম তারিখ ৮ অক্টোবর, ১৯৯৬। কিন্তু দিল্লি হাইকোর্ট এই বিষয়টিকে উপেক্ষা করে বলে দেশের সর্বোচ্চ আদালতে করা আবেদনে জানিয়েছিল তার আইনজীবী এ পি সিং। প্রসঙ্গত, নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্ত বিনয় শর্মা, মুকেশ কুমার সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তাকে আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version