আই লিগে টানা তিনটি ম্যাচে হার। যার মধ্যে আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে কাছেও আছে হার। আর তার জেরেই এবার পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের ডিপানিশ কোচ আলেজান্দ্রো গার্সিয়া।

একটানা ব্যর্থতার জেরে চাপেই ছিলেন আলেজান্দ্রো। পাশাপাশি, দায়িত্ব ছাড়ার জন্য কোচের উপর চাপও বাড়াচ্ছিলেন কর্মকর্তারা। অবশেষে মঙ্গলবার বিকেলে কোচের দায়িত্ব থেকে সরে গেলেন তিনি।

আরও পড়ুন-কু-কথার ধারাপাত তৈরি করেছে বিজেপি, যার এডিটর দিলীপ ঘোষ: কটাক্ষ পার্থর
