Monday, August 25, 2025

অমিত শাহের দফতরই বলে দিল ‘টুকরে টুকরে গ্যাং’ নেই! তাহলে?

Date:

একেই বলে ফাঁপড়ে পড়া। অমিত শাহ, নরেন্দ্র মোদির মুখ পোড়াল সরকারি দফতর। জেএনইউতে ‘টুকরে গ্যাং’ রয়েছে। আর এরাই নাকি সব অশান্তি আর মূলে। প্রকাশ্য সভায় দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য রেখে আন্দোলনকে ‘অন্য মাত্রা’ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সে নিয়ে আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার নিয়ে আবেদন হয়। স্বরাষ্ট্রমন্ত্রকে করা সেই আরটিআইয়ের জবাবে কিন্তু মুখ পুড়েছে বিজেপি নেতাদের। সাকেত গোখেলের করা ওই আবেদনের উত্তর দিয়েছে অমিত শাহর দফতর। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই টুকরে গ্যাংয়ের কোনও তথ্য স্বরাষ্ট্র দফতরের কাছে নেই। অর্থাৎ এটা পরিষ্কার বিজেপি নেতারা ছাত্রদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্যই এই ভুয়ো অভিযোগ তুলেছেন। যার অস্তিত্বের কথা স্বীকার করছে না খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর!

জেএনইউতে ছাত্র আন্দোলন হলেই বিজেপি তাকে দেশবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করেছে। সাম্প্রতিক ফি বৃদ্ধি আন্দোলন এবং এবিভিপির সশস্ত্র হামলার পর বলা হয়, দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে টুকরে টুকরে গ্যাং আছে, যারা দেশকে টুকরো করার চক্রান্তে জড়িত। প্রথম এই প্রসঙ্গ তোলেন অমিত শাহ, পরে নরেন্দ্র মোদি এবং তারপর অন্য নেতারা। তার পরিপ্রেক্ষিতেই এই আরটিআই হয়। আর এই রিপোর্টেই প্রকৃত তথ্য দিতে বাধ্য হয় সরকার। যা নিয়ে সরকারি মহলে প্রবল অস্বস্তি। নিজেদের মন্তব্য কীভাবে ঢোক গিলে বিজেপি হজম করে সেটাই দেখার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version