Friday, November 14, 2025

সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। সেই মতো, সারা রাজ্যের সঙ্গে সাজেছে মেদিনীপুরেও। জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে অস্থায়ী গেট বানিয়ে লাগানো হয়েছে ফ্লেক্স। নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানের ফ্লেক্স ঘিরে ছড়ায় বিতর্ক। কারণ, সেই ফ্লেক্সে নেতাজির সঙ্গেই ছিল পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল। অনুষ্ঠানের আয়োজক তৃণমূলের সমবায় সংগঠন।

সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে সেই গেট চোখে পড়ে খোদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। আয়োজকদের ফোনে প্রচণ্ড ধমক দেন শুভেন্দু। মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীকে তারা অপমান করেছে বলেও ভর্ৎসনা করেন তিনি। অবিলম্বে ওই ব্যানার সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে ফ্লেক্স করতে নির্দেশ দেন।

সেই ধমকেই কাজ হয়। সোমবার, রাত ১০টার মধ্যে আগের ফ্লেক্স সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়। সেখানে উদ্বোধক হিসাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আছে, কোনও ছবি নেই। শুভেন্দু জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মেদিনীপুরের নাম ওতোপ্রতো ভাবে জড়িত। সেখানেই নেতাজির এই অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হয়নি, হবেও না।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version