Monday, August 25, 2025

সামনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। সেই মতো, সারা রাজ্যের সঙ্গে সাজেছে মেদিনীপুরেও। জাতীয় সড়কের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে অস্থায়ী গেট বানিয়ে লাগানো হয়েছে ফ্লেক্স। নিমতৌড়ি স্মৃতি সৌধস্থলে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তী উদযাপন করা হবে। সেই অনুষ্ঠানের ফ্লেক্স ঘিরে ছড়ায় বিতর্ক। কারণ, সেই ফ্লেক্সে নেতাজির সঙ্গেই ছিল পরিবহনমন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিও ছিল। অনুষ্ঠানের আয়োজক তৃণমূলের সমবায় সংগঠন।

সোমবার কাঁথি থেকে কলকাতায় যাওয়ার পথে সেই গেট চোখে পড়ে খোদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রে খবর, সেটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। আয়োজকদের ফোনে প্রচণ্ড ধমক দেন শুভেন্দু। মন্ত্রীকে খুশি করতে গিয়ে মহান স্বাধীনতা সংগ্রামীকে তারা অপমান করেছে বলেও ভর্ৎসনা করেন তিনি। অবিলম্বে ওই ব্যানার সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে ফ্লেক্স করতে নির্দেশ দেন।

সেই ধমকেই কাজ হয়। সোমবার, রাত ১০টার মধ্যে আগের ফ্লেক্স সরিয়ে শুধু নেতাজির ছবি দিয়ে গেট বানানো হয়। সেখানে উদ্বোধক হিসাবে শুধু শুভেন্দু অধিকারীর নাম আছে, কোনও ছবি নেই। শুভেন্দু জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মেদিনীপুরের নাম ওতোপ্রতো ভাবে জড়িত। সেখানেই নেতাজির এই অবমাননা কোনওভাবেই বরদাস্ত করা হয়নি, হবেও না।

আরও পড়ুন-দার্জিলিংয়ে শিশুদের পোলিও খাওয়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version