Thursday, May 15, 2025

মনোনয়ন জমা দিতে কেজরিওয়ালকে 6 ঘণ্টা লাইনে দাঁড়াতে হলো

Date:

Share post:

আম আদমি পার্টি বা AAP- প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনোনয়নপত্র জমা দিতে পারলেন টানা 6 ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর৷ নির্বাচন কমিশনের দফতরে মঙ্গলবার তিনি মনোনয়নপত্র জমা দিতে যান৷ ঠিক সে সময়েই বিশাল সংখ্যক নির্দল প্রার্থী ভিড় করেন নিজেদের মনোনয়নপত্র জমা দিতে৷ ফলে কেজরি-র মনোনয়ন জমা দিতে দেরি হয়৷ যদিও AAP-এর দাবি, কেজরিওয়াল যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সে জন্য বিজেপিই 40-50 জনকে ওখানে ঢুকিয়ে দেয়।কেজরিওয়ালের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সোমবার৷ কিন্তু পথসভা করতে গিয়ে ঠিক সময়ে নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি তিনি। তাই মঙ্গলবার, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনই, কমিশনের দফতরে যান৷

ওখানে পৌঁছে দেখেন, আগে থেকেই সেখানে ভিড় করে আছেন নির্দল প্রার্থীরা। কোনওরকমে কেজরি 45 নম্বর টোকেন জোগাড় করেন। এর পরেই শুরু হয় অপেক্ষা৷ টানা 6 ঘন্টা ধরে একে একে 44 জন নির্দল প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করার পর সুযোগ পান কেজরি। এর পরই টুইট করেন কেজরি৷ সেখানে তিনি লেখেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছি। 45 নম্বর টোকেন পেয়েছি আমি। বহু মানুষ মনোনয়ন জমা দিতে এসেছেন। আমি খুশি যে এত মানুষ গণতন্ত্রে অংশ নিচ্ছেন।’’

এদিকে এই দেরির জন্য বিজেপির দিকেই তোপ দেগেছেন AAP নেতারা। অরবিন্দ কেজরিওয়াল যাতে শেষ দিনে মনোনয়নই জমা দিতে না পারেন, সেজন্য বিজেপি-ই 40-45 জনকে প্রার্থী সাজিয়ে নির্বাচন কমিশনের অফিসে ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ করছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া৷ তিনি বলেছেন, ‘‘কেজরির আগে লাইনে 45 জনকে দাঁড় করানো হয়েছিলো। ইচ্ছাকৃত ভাবে তাঁদের জন্য বিশাল সময় খরচ করছে নির্বাচন কমিশন। এমনকি যাদের নথিপত্র অসম্পূর্ণ, তাঁদের জন্যও সময় দেওয়া হয়েছে। এ সব করেও অরবিন্দ কেজরিওয়ালকে আটকানো যাবে না বলে মন্তব্য করেন সিসৌদিয়া।

spot_img

Related articles

টানা ২২ দিন ঘুমতে দেয়নি পাক সেনা! পূর্ণমের বয়ানে অকথ্য মানসিক নির্যাতনের বর্ণনা

টানা ২২ দিন চোখের পাতা এক করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে চলেছে অকথ্য মানসিক নির্যাতন। পাক রেঞ্জার্সের হাত...

আইপিএলের শেষ দুটো ম্যাচে নাইট শিবিরে নেই মইন আলি, রভম্যান পাওয়েল

বাকিরা এলেও আইপিএলের(IPL) শেষের দিকে আর কলকাতা নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দেখা যাবে না মইন আলিকে(Moeen Ali)। শুধুমাত্র তিনিই...

রাইমার ‘পার্টনার’ খুঁজছেন মা! মেয়ের একাকীত্ব নিয়ে চিন্তায় মুনমুন

অভিনেত্রী রাইমা সেনের (Raima Sen)জন্য 'সঙ্গী' খুঁজছেন তাঁর মা! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই শোনা গেছে মুনমুন সেনের...

মাধি, হিজাজিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অস্কার ও সিংটোর

মাধি তালাল(Madih Talal) ও হিজাজি মাহের(Hizaji Maher) সুস্থ হওয়ার পরই তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা এখন রিহ্যাব সারছেন।...