কেন্দ্রের ক্রীড়াক্ষেত্রে উপদেষ্টা কমিটিতে আর থাকছেন না সচিন ও বিশ্বনাথন আনন্দ

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সরকারি উপদেষ্টা কমিটির প্যানেল থেকে বাদ পড়লেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এই দলে আছেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দও। কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া কাউন্সিল অফ স্পোর্টস থেকে বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। কেন্দ্রীয় সরকারের এই প্যানেল দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য পরামর্শ দেয়।
নতুন সদস্য হিসেবে আসছেন দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত ও হরভজন সিং।কিন্তু প্রশ্ন উঠেছে, কেন বাদ দেওয়া হল দুই কিংবদন্তীকে ? বিশ্বস্ত সূত্রের খবর এই কমিটিতে সচিন ও আনন্দ মাত্র ২টি মিটিংয়ে অংশ নিয়েছিলেন।ব্যস্ততার জন্য দুজনেই সেভাবে সময় দিতে পারেননি। সেই জন্যই এবার তাঁদের নাম এই কমিটিতে রাখা হয়নি।
নতুনদের মধ্যে পি টি ঊষা, তীরন্দাজ লিম্বা রাম, প্যারা অ্যাথলিট দীপা মালিক, ফুটবলার রেনেডি সিং, কুস্তিগীর যোগেশ্বর দত্তদের নাম রয়েছে।ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপিচাঁদও বৈঠকে সময় দিতে পারেননি। কিন্তু অলিম্পিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় তাঁকে ছাড় দেওয়া হয়েছে।

Previous articleনেতাজির পাশে ছবি! শুভেন্দুর ধমকে ফ্লেক্স বদল
Next article‘করোনা’ নিয়ে সতর্ক কেন্দ্র