হাতে বাদ্যযন্ত্র, কড়া ঠাণ্ডায় পাহাড়ে উত্তাপ ছড়াল মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল

হাড়হিম করা ঠান্ডা উপেক্ষা করেই সিএএ, এনআরসি-র বিরুদ্ধে পাহাড়ি পথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, দুপুর দেড়টা নাগাদ ভানু ভবনের মঞ্চে পৌঁছন তিনি। সেখানে ছিলেন পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সহ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। মুখ্যমন্ত্রী সবাইকে এনআরসি, সিএএ, এনপিআরের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। তারপর ভানু ভবনের সামনে থেকেই মিছিল শুরু হয়। তার সঙ্গে পা মেলান ১৬টি বোর্ডের চেয়ারম্যান সহ সদস্যরাও। বৌদ্ধদের ঝামটা বাজাতে বাজাতে এগিয়ে চলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের গোর্খারাও মুখ্যমন্ত্রীর এই মিছিলকে সমর্থন করেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে করতালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানা পাহাড়বাসী। মুখ্যমন্ত্রীও সকলের অভিবাদন কুড়িয়েছেন। কড়া পুলিশি পাহারায় এই মিছিল হয় পাহাড়ে। দার্জিলিঙের কড়া ঠান্ডায় উত্তাপ ছড়ায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সিএএ বিরোধী মিছিল।

Previous articleচিনের সঙ্গে দ্বিতীয় বাণিজ্যিক চুক্তি করছে আমেরিকা: ট্রাম্প
Next articleতরুণী এইডস আক্রান্ত! গণধর্ষণের পরে জানল ধর্ষকরা