Thursday, August 28, 2025

মমতা-র বইয়ের সংখ্যা এই বইমেলায় সেঞ্চুরি করবে, কৌতূহল চরমে, কণাদ দাশগুপ্তের কলম

Date:

কলকাতা বইমেলা বিশ্বের সেরা বইমেলা। আর এই বইমেলাকে কেন্দ্র করেই ওনার লেখালেখি, প্রতি বছর, নিয়ম করে৷

আসন্ন ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যথারীতি প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই৷ গত বইমেলা পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ছিল ৮৮টি। এ বছর প্রকাশিত হচ্ছে আরও ৫টি বই৷ তবে কলেজ স্ট্রিট সূত্রের খবর, এ বছর বইয়ের সংখ্যা ৭ ছাড়াবে৷ মমতা নিজে বারবার বলেছেন, ‘‘আমার বেশ কয়েকটি বই বেস্টসেলার। লেখার রয়্যালটি, গানের সুর দিয়েই আমার চলে!’’ এ বছর সবার কৌতূহল, এই বইমেলায় কি মমতা বন্দ্যোপাধ্যায় সেঞ্চুরির মাইল-ফলক স্পর্শ করবেন ?

২০১৯-এর বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বইমেলাকে কেন্দ্র করেই লিখি আমি।’’ এবারেও যথারীতি লিখেছেন৷ বিষয়বস্তু নির্বাচন এবং ভাষা, দুইয়ের নিরিখেই লেখিকা মমতার ব্যাপ্তিও দুর্লভ। এবারের বইমেলায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৪টি বই প্রকাশিত হবে৷ বইগুলির নাম, ‘সবুজ বাংলা’, ‘নাগরিক’, ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ এবং ‘কবিতাবিতান’৷

দেশজুড়ে চলছে CAA ও NRC বিরোধী আন্দোলন৷ সেই আন্দোলনের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এই দুই ইস্যুতেও গর্জে উঠছে তাঁর কলম৷
নাগরিকত্ব নিয়েই বই লিখেছেন মমতা৷ বইমেলায় ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই সেই বই প্রকাশিত হতে চলেছে৷
নাগরিকত্ব নিয়ে ‘নাগরিক’ নামে একটি কবিতার বই প্রকাশিত হচ্ছে। CAA বা NRC নিয়ে তাঁর প্রতিবাদের কারন নিয়ে আর একটি বই প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, এই বইয়ে CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা-সমাবেশের বক্তব্য থাকছে। এই দুই জ্বলন্ত ইস্যুতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার বক্তব্যের কাটিং-ও আছে৷ পুরোপুরি তথ্যভিত্তিক বই এটি৷ মুখ্যমন্ত্রীর সমস্ত কবিতা নিয়ে আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। আর একটি ছড়ার বই এবং উর্দু একটি বইও প্রকাশ পাবে৷

এই বইমেলায় ‘ডেভেলপমেন্ট অফ বেঙ্গল’ নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ১০ বছরে এ রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি বইও প্রকাশিত হওয়ার কথা৷ ।
মুখ্যমন্ত্রীর বইয়ের প্রকাশক শুভঙ্কর দে জানিয়েছেন, নাগরিক নামে যে বইটি বেরোচ্ছে তাতে CAA, NRC নিয়ে ওনার লেখা ৫০টি কবিতা রয়েছে। আমরা এবার মোট 5টি বই প্রকাশ করছি। আরও একটি বই-ও এবার প্রকাশ হতে পারেন তবে সেই বইয়ের বিষয়বস্তু এখনও হাতে আসেনি৷ বইমেলায় শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর লেখা একটি ছড়ার বইও প্রকাশিত হচ্ছে।


গত বইমেলায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবির একটি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিলো৷ সুপারহিট ছিলো সেটি৷ চেষ্টা চলছে এবারও ওনার আঁকা ছবির একটি ক্যালেন্ডার প্রকাশ করার৷

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version