নেতাজিকে সামনে রেখে বাম-কংগ্রসের যৌথ মিছিল

নেতাজির জন্মজয়ন্তীতে একসঙ্গে রাস্তায় মিছিল বাম-কংগ্রেসের। বৃহস্পতিবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। তার আগে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এবং ফরোয়ার্ড ব্লকের উদ্যোগে নেতাজি স্মরণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের শেষে সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে মিছিল শুরু হয়। রেড রোড ধরে সেই মিছিল পৌঁছায় ধর্মতলায়। মিছিলে ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, শুভঙ্কর সরকার সহ নেতৃত্ব। বক্তারা সমস্বরে জানান, নেতাজি চেয়েছিলেন সর্বধর্মের দেশ। তাঁর আজাদ হিন্দ বাহিনী ছিল তার প্রকৃষ্ট উদাহরণ। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই ঐক্যর মধ্যে ভাঙন ধরাতে চাইছে। তার বিরুদ্ধেই পথে নামা।

Previous articleপ্রায় ৭ লক্ষ শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু কেন্দ্রের
Next articleমোদির নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল আরজেডি সাংসদের !