Tuesday, November 18, 2025

ক্রেতাসুরক্ষায় বিপ্লব, একঝাঁক পদক্ষেপ ঘোষণায় সাধন পান্ডে

Date:

ক্রেতাসুরক্ষা দফতরে বিপ্লব ইতিমধ্যেই এনেছেন। এবার আরও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। শুক্রবার নেতাজি ইন্ডোরে ক্রেতাসুরক্ষা মেলা উদ্বোধন করে এগুলি জানান তিনি। সাধনবাবু ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, ডাঃ নির্মল মাজি, সচিব অত্রি ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বিশপ পারিজাত ক্যানিং, সমাজসেবী সুপ্তি পান্ডে, মোহনবাগানকর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়, একঝাঁক অফিসার ও পুরপিতা।

 

সাধনবাবু বলেন- ক্রেতাসুরক্ষা আরও নিশ্চিত ও মসৃণ করা হচ্ছে।
ক্রেতাসুরক্ষা আদালতে কারাদন্ডের শাস্তি দানের ক্ষেত্রে হাইকোর্টের আপত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
জাতীয় স্তরের আদালতের সার্কিট বেঞ্চ হবে রাজারহাটে।
কক্স অ্যান্ড কিংসের মত পর্যটনের সংস্থার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ নিয়ে সমষ্টিগত মামলা করবে দপ্তরই।
প্রতি জেলায় মহকুমাভিত্তিক অফিস হবে।
আরও বেশি টাকার বিষয়বস্তুসহ মামলার সুবিধে বাড়বে।
মামলা করার আগে দুই পক্ষকে একটেবিলে আনার চেষ্টা হবে।

আইনজীবী ছাড়া নিজেও মামলা করা যাবে।
এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তি হবে।
সাধনবাবু বলেন, মানুষকে সুবিধে দিতেই সমস্যাগুলির সমাধানে আরও ব্যাপক কাজ করা হচ্ছে।
এদিন ইন্ডার ছিল জমজমাট। বিভিন্ন স্টলে জনগণের মুশকিল আসানের পথ রয়েছে। অন্য বক্তারা সাধনবাবুর কাজের ঢালাও প্রশংসা করেন।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version