ক্রেতাসুরক্ষা দফতরে বিপ্লব ইতিমধ্যেই এনেছেন। এবার আরও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। শুক্রবার নেতাজি ইন্ডোরে ক্রেতাসুরক্ষা মেলা উদ্বোধন করে এগুলি জানান তিনি। সাধনবাবু ছাড়াও অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, ডাঃ নির্মল মাজি, সচিব অত্রি ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বিশপ পারিজাত ক্যানিং, সমাজসেবী সুপ্তি পান্ডে, মোহনবাগানকর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়, একঝাঁক অফিসার ও পুরপিতা।
সাধনবাবু বলেন- ক্রেতাসুরক্ষা আরও নিশ্চিত ও মসৃণ করা হচ্ছে।
ক্রেতাসুরক্ষা আদালতে কারাদন্ডের শাস্তি দানের ক্ষেত্রে হাইকোর্টের আপত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য।
জাতীয় স্তরের আদালতের সার্কিট বেঞ্চ হবে রাজারহাটে।
কক্স অ্যান্ড কিংসের মত পর্যটনের সংস্থার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ নিয়ে সমষ্টিগত মামলা করবে দপ্তরই।
প্রতি জেলায় মহকুমাভিত্তিক অফিস হবে।
আরও বেশি টাকার বিষয়বস্তুসহ মামলার সুবিধে বাড়বে।
মামলা করার আগে দুই পক্ষকে একটেবিলে আনার চেষ্টা হবে।
আইনজীবী ছাড়া নিজেও মামলা করা যাবে।
এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তি হবে।
সাধনবাবু বলেন, মানুষকে সুবিধে দিতেই সমস্যাগুলির সমাধানে আরও ব্যাপক কাজ করা হচ্ছে।
এদিন ইন্ডার ছিল জমজমাট। বিভিন্ন স্টলে জনগণের মুশকিল আসানের পথ রয়েছে। অন্য বক্তারা সাধনবাবুর কাজের ঢালাও প্রশংসা করেন।