তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের স্ত্রী প্রয়াত। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। শুক্রবার সকাল ৬টা নাগাদ তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৫২। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত বছর অনুব্রতর মা প্রয়াত হন। অনুব্রত নিজেও উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগে আক্রান্ত। গত বছর সেই কারণে পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীনও ছিলেন।

বিগত লোকসভা নির্বাচনের সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন। বিভিন্ন জনসভায় তিনি তাঁর স্ত্রীর জন্য প্রার্থনা করতে বলতেন মানুষকে। বলতেন, দলের নানা কাজ করতে গিয়ে রাত-বিরেতে বাড়ি ফিরতাম। দেখতাম, একরাশ চিন্তা নিয়ে রাত জেগে বসে আছে। বছরের পর বছর এ জিনিস চললে তো এরকমই হবে। শিব পুজোয় বিশ্বাসী অনুব্রত পুজো দিতেন। আর সেই পুজোর ফুল-বেলপাতা তাঁর মাথায় ছুঁইয়ে কামনা করতেন দ্রুত তিনি ভালো হয়ে যাবেন। স্ত্রী যাতে সুস্থ হয়ে ওঠেন তারজন্য কাশীতে যজ্ঞও করেছিলেন। পুজো দিয়েছিলেন বৈষ্ণোদেবী, পুরীর জগন্নাথ মন্দিরেও। তবু তাঁর সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন ছবি মণ্ডল।