করোনা ভাইরাসে আক্রান্ত এবার ভারতীয় নার্স, চিন্তা বাড়ল নয়া দিল্লির

চিনের করোনা ভাইরাস আতঙ্কের মাঝে সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের আক্রান্তের খবরে চিন্তা বাড়ল নয়া দিল্লির। ভারতের বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরণ এই খবর স্বীকার করে নিয়ে জানান, জেড্ডার আসির ন্যাশনাল হসপিটালে ওই ভারতীয়র চিকিৎসা চলছে। কেরলের বাসিন্দা ওই নার্সের দ্রুত ও যথাযথ যাতে চিকিৎসা হয়, তারজন্য কেরল মুখ্যমন্ত্রী বিজয়ন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লিখেছেন। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে ১৮জনের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যে চিন সরকার যে পাঁচটি শহরে করোনা ভাইরাস দেখা গিয়েছ, সেখানে বিমান ও ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের শহরের বাইরে বেরনোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিনের ধারণা, তাদের উহান শহরের সি ফুড আর মাছ-মাংসের বাজার থেকে এই রোগ ছড়িয়েছে। কারণ, এখানে বেআইনিভাবে বিভিন্ন বন্যপ্রাণীর মাংস বিক্রি হয়। এই মুহূর্তে চিনে প্রায় ৬৫০জন এই ভাইরাসে আক্রান্ত। ফলে উহান, হুয়াংগ্যাং ও ইঝোউ শহরকে চিন ‘লক ডাউন’ ঘোষণা করেছে। ইতিমধ্যে শহরগুলিতে খাবারের অভাব দেখা দিয়েছে। ২৫জানুয়ারি চিনা নববর্ষ। তার আগে এই মহামারীতে কার্যত ‘সন্নাটা’ শহরগুলিতে।

Previous articleবিজেপিকে তাক করে প্রণব বললেন, গণতন্ত্রের মূল কথা হলো বিরোধী কথা শোনা।
Next articleঅনুব্রতর স্ত্রী প্রয়াত