Tuesday, November 18, 2025

চিঁড়ে খেলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারসাম্যহীন দাবি বিজয়বর্গীয়’র

Date:

মাছ-মাংস নয়, এবার সাদামাটা চিঁড়ে খেলেও অনুপ্রবেশকারী ৷

এমনই নিদান বিজেপির জাতীয় সাধারন সম্পাদক তথা বাংলায় দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সাহেবের৷
CAA-র সমর্থনে এক সেমিনারে এই কিম্ভুত দাবি বিজয়বর্গীয়র৷

বিজয়বর্গীয়র বাড়িতে নাকি বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা কাজ করেছেন। এমনই দাবি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। দিনকয়েক আগে বাড়িতে একটি নতুন ঘর তৈরি করিয়েছেন বিজয়বর্গীয়। সেই ঘর তৈরির কাজে যে নির্মাণ শ্রমিকরা এসেছিলেন, তাঁদের খাওয়া দেখেই নাকি সন্দেহ জেগেছিল বিজয়বর্গীয়র মনে। কারণ বেশ কিছু শ্রমিক প্রচুর পরিমাণে চিঁড়ে খেত। যা দেখে বিজয়বর্গীয়র সন্দেহ হয় যে ওই শ্রমিকরা বাংলাদেশের। সুপারভাইজার ও ঠিকাদারের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর সন্দেহ আরও গভীর হয় বিজেপি নেতার।

CAA-র সমর্থনে একটি সেমিনারে বিজয়বর্গীয় বৃহস্পতিবার বলেন, ‘‌মনে সন্দেহ হয়েছিল ওই নির্মাণ শ্রমিকরা বাংলাদেশের নাগরিক। সন্দেহ হওয়াতে দু’‌দিন পর কাজ বন্ধ করে দিই। পুলিশে অভিযোগ জানাইনি। শুধুমাত্র জনসাধারণকে সমর্থন সতর্ক করার জন্য এই প্রসঙ্গ তুললাম।’‌ সেমিনারে বিজয়বর্গীয় দাবি করেন, বাংলাদেশের এক জঙ্গি নাকি গত দেড় বছর ধরে তাঁর উপর নজর রাখছে। বিজয়বর্গীয়র মতে, ‘‌যখনই বাইরে যাই। ছ’‌জন নিরাপত্তারক্ষী সঙ্গে থাকে। এই দেশে হচ্ছেটা কী?‌ বাইরের দেশ থেকে এসে এখানে সন্ত্রাস ছড়াতে চাইছে?‌’‌ এরপরই বিজয়বর্গীয় বলেন, ‘‌গুজবে কান দেবেন না। দেশের স্বার্থেই CAA প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে। এই অনুপ্রবেশকারীরা দেশের শত্রু।’‌


Related articles

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...
Exit mobile version