Tuesday, November 18, 2025

মেডিকেল কলেজের চিকিৎসকদের অসাধ্যসাধন, নবজন্ম পেল সৌরভ!

Date:

কারখানায় কাজ করার সময় একটি ভারী মেশিনের তলায় বাঁ হাতটা পিষে হয়ে গিয়েছিল বিহারের খাগারিয়া জেলার এক অখ্যাত গ্রামের বাসিন্দা সৌরভ কুমার সিং-এর। বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।গত বছরের ২৬ অক্টোবর ঘটেছিল এই বিপত্তি।হুগলির ডানকুনিতে একটি পাইপ কারখানায় কাজ করার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখান থেকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে। কোথাওই তার বাঁ হাতের পাঞ্জা ঠিক করে দেওয়া প্রায় অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয়েছিল।শেষপর্যন্ত ধারদেনা করে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সৌরভ কুমারকে। কিন্তু বাঁ হাতের অবস্থা ক্রমেই সঙ্গীন হয়ে যায়। দুটি আঙুল ছাড়া বাঁ হাতের পাঞ্জা পুরোপুরি অকেজো হয়ে পড়ে।বাঁ হাতটা নাড়ানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ে সৌরভের পক্ষে। বাবা,মা-কেও গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিল সে।কিন্তু এই পরিস্থিতিতে তার দিন গুজরান সম্ভব ছিলনা।
ধীরে ধীরে পচন ধরে যায় গোটা বাঁ হাতে।
গত ১৪ জানুয়ারি, মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সৌরভকে। প্লাস্টিক সার্জারি বিভাগের মেডিকেল কলেজের চিকিৎসকদের অসাধ্যসাধন, নবজন্ম পেল সৌরভ!রা চ্যালেঞ্জ নিয়ে অস্ত্রোপচার করে সৌরভকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। দু-দুটো অস্ত্রোপচার করা হয়। বাঁ পায়ের পাতা থেকে চামড়া তুলে এনে সৌরভের বাঁ হাতে প্রতিস্থাপন করা হয়। কুড়ি ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। অবশেষে সাফল্য মেলে। সাতদিন পরে সৌরভের বাঁ হাতের ড্রেসিং খুলে চিকিৎসকরা দেখেন প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে সৌরভের বাঁ-হাত।
প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শান্তনু সুবা জানান, অত্যন্ত চ্যালেঞ্জিং অপারেশন ছিল এটা। হতদরিদ্র পরিবারের এই যুবককে সুস্থ করে তোলাটা সত্যিই একপ্রকার দুঃসাধ্য ছিল, তবুও ৬ জনের বিশেষ টিম এই অস্ত্রোপচার করে। সৌরভ এখন সম্পূর্ণ সুস্থ। আগামী কিছুদিন তাকে ফিজিওথেরাপি করতে হবে। এরপর সে আবার আগের মতোই কাজ করতে পারবে।

Related articles

কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ আনন্দ বোসের! চিঠি মানেই FIR নয়: পাল্টা তোপ তৃণমূল সাংসদের

রাজভবনে বোমা-বন্দুক মন্তব্যের জেরে এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ...

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল...

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...
Exit mobile version