ভারতীয় ফুটবলে জটিলতা অব্যাহত। আইএসএল(ISL) থেকে আই লিগ দুই লিগই কবে শুরু হবে তা অজানা। মঙ্গলবার ছিল ফেডারেশন (AIFF) এবং ক্লাবগুলির মধ্যে অন দিল্লির ফুটবল হাউসে বৈঠক।কিন্তু সেই বৈঠকেও ক্লাবগুলিকে কোনও দিশা দেখাতে পারল না ফেডারেশন। মোহনবাগান , ইস্টবেঙ্গল এই বৈঠকে যোগ দেয়নি।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলার একটি শুনানি ছিল, কিন্তু বিষয়টির আগামী বৃহস্পতিবার শুনানি হবে।
আইএসএল(ISL) কবে শুরু হবে তা এখনও কেউ জানে না। অধিকাংশ দলই অনুশীলন বন্ধ রেখেছে। এআইএফএফ এবং এফএসডিএল-র মধ্যে একাধিক জটিলতা তৈরি হয়েছে।
আইএসএলের ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। এআইএফএফ এবং এফএসডিএল সমস্যা অব্যাহত । আইএসএল নিয়ে জট অব্যাহত এই পরিস্থিতিতে কোন কোম্পানি আইএসএল করার জন্য বিট করেনি। সমস্যা সমাধানে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ফেডারেশন।
ভারতীয় ফুটবলের স্বার্থে দুই পক্ষকে কিছুটা নমনীয় হতে হবে। ক্লাবগুলি নিজেরা লিগ আয়োজন করতে চাইছে। কিন্তু সেটা এখন সম্ভব নয়।
প্রবল অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় ফুটবল এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টই যদি কোন সমাধান সূত্র বের করেত দিতে পারে তাহলে অচলাবস্থা কাটতে পারে।
–
–
–
–
