Tuesday, November 18, 2025

রাজ্যে উপ-মুখ্য নির্বাচন কমিশনার: BLO-দের শিখণ্ডি করেই নির্ভুল SIR-বার্তা

Date:

একের পর এক অভিযোগ। বিক্ষোভ, প্রাণহানি বিএলও-দের। তারপরেও রাজ্যে এসআইআর-এর গা-জোয়ারি অব্যাহত। সেই নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) খতিয়ে দেখতে মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন উপ-মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী (Gyanesh Bharati)। তাঁর নেতৃত্বে যে চার সদস্যের প্রতিনিধিদল কলকাতায় আসে তাঁরা মঙ্গলবারের বৈঠকেই স্পষ্ট করে দেন, ইনিউমারেশন ফর্ম (enumeration form) মৃত বা ভুয়ো ভোটারের নামে জমা হলে তার দায় থাকবে বিএলও-দের (BLO)।

মঙ্গলবার শহরে পা দিয়েই জ্ঞানেশ ভারতী নেতৃত্বাধীন প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং দুই জেলার ইআরওদের (ERO) সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। এরপর আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরের কনফারেন্স রুমে আরেক দফায় আলোচনায় বসেন কমিশনের কর্তারা।

সোমবার ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) যে কড়া বার্তা দিয়েছিলেন, মঙ্গলবার কলকাতায় পা রেখেই সেই একই সতর্কবার্তা আরও স্পষ্টভাবে জানিয়ে দেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি পরিষ্কার বলেন, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা ভুয়ো ভোটারের নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না। এ ধরনের কোনও ভুল ধরা পড়লে তার জন্য বিএলও-র পাশাপাশি সিইও পর্যন্ত সবাই দায়ী থাকবেন। রেয়াত কোনও অবস্থাতেই নয়।

বৈঠকে জ্ঞানেশ ভারতী জানান, যেখানে বিএলএ (BLA) ফর্ম পূরণ করে বিএলওর (BLO) হাতে তুলে দিচ্ছেন, সেখানে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারায় তাঁদের লিখিত দিতে হচ্ছে—ফর্মে কোনও ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাঁদেরই। এরপর বিএলও সেই ফর্ম মোবাইল অ্যাপ (BLO App) দিয়ে স্ক্যান করে কমিশনের (Election Commission) পোর্টালে আপলোড করবেন। আর এখানেই শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—এআই-নিয়ন্ত্রিত (AI based) বিশেষ অ্যাপ। কমিশনের তৈরি এই নতুন অ্যাপ (BLO App) এক নিমেষে ফর্মে থাকা যে কোনও অসংগতি ধরে ফেলবে। যেখানে সমস্যা চিহ্নিত হবে, সেখানকার সংশ্লিষ্ট ভোটারকে তৎক্ষণাৎ ডেকে পাঠানো হবে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, শুধু বিএলএ বা বিএলও নন, কোনও ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যে তথ্য দিলে তাঁর বিরুদ্ধেও কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিহারের পরে পশ্চিমবঙ্গ-সহ দেশের বারোটি রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ায় কমিশন কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করতে নারাজ—বৈঠকে এমনটাই স্পষ্ট করে জানান জ্ঞানেশ ভারতী। তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন ও নির্দেশ যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে হবে, নচেৎ বিহারের মতো পশ্চিমবঙ্গেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : ‘নিয়মের বাইরে’ কাজের চাপ: এবার আন্দোলনে CEO দফতরে রাজ্যের BLO-রা

এসআইআরের কাজ নিয়ে বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিয়েই কমিশন জানিয়ে দিয়েছে— আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ১০০ শতাংশ স্বচ্ছতা বজায় রেখে এক নিখুঁত ভোটার তালিকা তৈরি করা হবে। এখন দেখার বিষয়—কড়া নজরদারি, এআই প্রযুক্তির ব্যবহার এবং কঠোর নির্দেশিকা সত্ত্বেও আদৌ কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সত্যিকারের ‘ত্রুটিমুক্ত’ ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version