Tuesday, November 18, 2025

২০২৫-এ প্রথমবার: শাহরুখ, অভিষেকের পরে সম্মানের ঝুলি ভরল টম ক্রুজের

Date:

প্রাপ্তির হিসাব ২০২৫ সালে এক আসনে বসিয়ে দিল অভিষেক বচ্চন, শাহরুখ খান ও টম ক্রুজকে। চলচ্চিত্র জগতের অন্যতম সেরা কিছু পুরস্কার এই বছরেই প্রথমবার নিজেদের নামের পাশে যুক্ত করলেন চলচ্চিত্র জগতের এই তিন মহারথী। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম দুই গুরুত্বপূর্ণ পুরস্কার অভিষেক (Abhishek Bachchan) এবং শাহরুখ (Shah Rukh Khan) বেশ কিছুদিন আগেই পেয়েছেন। আর এবার টম ক্রুজের (Tom Cruise) হাতে উঠল অস্কার (Oscar)। ৬৩ বছর বয়সে প্রথমবার অস্কারজয়ী টম ক্রুজ।

জীবনের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরেও ফিল্মফেয়ার অধরা ছিল অভিষেক বচ্চনের। ২০২৫ সালে প্রথমবার তিনি ‘আই ওয়ান্ট টু টক’ (I Want to Talk) সিনেমার জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন ফিল্মফেয়ারে। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার পেলেও জাতীয় পুরস্কার বলিউড বাদশা শাহরুখ খানের অধরা ছিল। ২০২৫ সালের ‘জওয়ান’ (Jawan) সিনেমার জন্য তিনি সেই পুরস্কার পেয়েছেন। হলিউডের (Hollywood) সেই একই পথ ধরে প্রথম বার অস্কার হাতে তুললেন টম ক্রুজ।

এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে সাম্মানিক অস্কারের জন্য চারজনকে মনোনিত করা হয়েছিল। সেখানে যেমন অভিনেতা হিসেবে টম ক্রুজ ছিলেন। তেমনই ছিলেন গীতিকার ডলি পার্টন (Dolly Parton), কোরিওগ্রাফার ডেবি অ্যালেন (Debbie Allen) এবং প্রযোজক-ডিজাইনার উইন থমাস (Wynn Thomas)। টম ত্রুজ নিজের সাম্মানিক অস্কার (Honorary Oscar) বাকি তিনজনের সঙ্গে ভাগ করে নেন।

অস্কার মঞ্চে প্রথমবার পুরস্কার নিতে আসা টম ক্রুজকে হাততালি দিয়ে অভিবাদন জানান স্টিফন স্পিলবার্গ (Steven Spielberg) থেকে লিওনার্দো ডিক্যাপ্রিও (Leonardo DiCaprio)। তিনি মঞ্চে ওঠার পর বেশ কয়েক মিনিট হাততালির ঝড় চলতেই থাকে। আর পুরস্কার হাতে নিয়ে আবেগ বিহ্বল টম ক্রুজ। অস্কারের মঞ্চে জীবন এবং সিনেমার সম্পর্কে এক অদ্ভুত বক্তব্য তুলে ধরেন তিনি। দাবি করেন, সিনেমা সেটা নয় যেটা তিনি করেন। সিনেমা সেটাই যা তাঁর জীবন। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ব্যক্ত করেন, সিনেমাই আমাকে গোটা বিশ্বের কাছে পরিচিতি দেয়। এটাই আমাকে শেখায় সবকিছু গ্রহণ করতে এবং মানুষের বিভিন্নতাকে সম্মান করতে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বিভ্রাট: বন্ধ এক্স-এ লগইন

যেভাবে টম ক্রুজের চলচ্চিত্র এবং তার ডায়লগ সাধারণ মানুষকে প্রভাবিত করে, ঠিক সেই মেজাজেই অস্কারের মঞ্চে ক্রুজ। তবে এবার সিনেমার ডায়লগ ছেড়ে নিজের মনের কথা মেনে ধরলেন তিনি। জানালেন, এটাই আমাকে দেখায় মানুষ হিসাবে আমরা কত কিছু ভাগ করে নিই। বোঝায়, আমাদের মধ্যে অনেক বিভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কত ভাবে এক। একটি থিয়েটারে আমরা কে কোথা থেকে আসি তাতে কিছুই যায় আসে না। আমরা একসঙ্গে হাসি, একাত্ম হই, একসঙ্গে আশায় বুক বাঁধি। আবার একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের সবথেকে বড় শক্তি।

Related articles

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল...

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল...
Exit mobile version